বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত নেইমারের পিএসজি ছাড়ার সংবাদটি ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছেন তার বাবা নেইমার দা সিলভা সান্তোস। যিনি একই সঙ্গে নেইমারের এজেন্টও বটে।
নেইমার জুনিয়র চলতি গ্রীষ্মের দলবদলে পিএসজি ছাড়তে চান এমন একটি সংবাদ প্রকাশ করে ফরাসি পত্রিকা লেপিক। তারা বলেন, ‘নেইমার জুনিয়র চলতি গ্রীষ্মের দলবদলে পিএসজি ছাড়তে চান। প্যারিস ছাড়ার জন্য ব্রাজিলিয়ান তারকা ইতোমধ্য নাকি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছেন।’
পত্রিকাটির এমন সংবাদের পর এবার মুখ খুললেন তার এজেন্ট নেইমার দা সিলভা সান্তোস।
লেপিকের এই খবরকে গুঞ্জন বলে তিনি উড়িয়ে দিয়েছেন এবং সংবাদমাধ্যমটিকে একহাত নিয়েছেন তিনি। নেইমারের পিএসজির ছাড়ার খবর নিয়ে লেকিপের ওপর ক্ষোভ প্রকাশ করে তাঁর বাবা বলেছেন, ‘আমি এমন খবর নিশ্চিত করতে পারি না, যা ঘটেইনি। লেকিপ এখন লে’ফেইক।’
এর আগে লেকিপ জানায়, মে মাসের প্রথম সপ্তাহে নেইমারের পিএসজি ছাড়ার দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ করেছিল পিএসজির কট্টরপন্থী কিছু সমর্থক যা নেইমারের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।
তাঁকে নিয়ে হওয়া এই প্রতিবাদ সভা নাকি স্বাভাবিকভাবে নিতে পারেননি নেইমার। যা এখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ক্লাব ছাড়ার পথে প্রভাবিত করেছে।
লেকিপের এই সংবাদের পেছনেও সেই কট্টরপন্থী সর্মথকদের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেইমারের বাবা সান্তোস। তিনি বলেছেন, ‘এই খবরটির অন্য কোথাও থেকে এসেছে। তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছি।’
আরও পড়ুন: একই সঙ্গে ১৭ বছরের রেকর্ড ও সিরিজ বাঁচিয়ে রাখলো ভারত
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৩/এজে/এমএইচ