শেষ ষোলোয় যখনই ২০১১ সালের চ্যাম্পিয়ন জাপানের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলো তখনই অঘটনের নারী বিশ্বকাপ থেকে সকল ‘চ্যাম্পিয়ন’দের বিদায়ঘণ্টা দেখলো বিশ্ববাসী।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে নিজেদের রক্ষণদুর্গ সামলে জাপানকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ বিশ্বকাপে তৃতীয়বার সেমিফাইনালের টিকিট কাটলো সুইডেন। দুই বছর আগে এই সুইডেনের কাছে হেরেই টোকিও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল স্বাগতিক জাপান।
তবে পুরো ম্যাচেই নিজের ছায়া হয়ে ছিলেন আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ পাঁচ গোল করা জাপানিজ তারকা হিনাতা মিয়াজাওয়া।
এদিকে অঘটনের বিশ্বকাপের নক আউটের শুরুতেই সুইডিশদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। আগামী ২০ আগস্ট শিরোপা উৎসবে মাতোয়ারা হবে নতুন কোনো দেশ। বিশ্ব পেতে যাচ্ছে নতুন কোনো ফুটবল চ্যাম্পিয়ন।
সেমিফাইনালে সুইডেনের প্রতিপক্ষ হিসেবে আগে থেকেই অপেক্ষায় আছে স্পেন। ওয়েলিংটনে কোয়ার্টার ফাইনালে ২০১৯ সালের রানার্স আপ নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ চারের টিকিট কাটে স্প্যানিশ মেয়েরা।
মজার বিষয় হচ্ছে, গ্রুপ পর্বে জাপানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল স্পেন। ভাগ্যের ফেরে দুই সপ্তাহ পর সেই স্পেন এখন সেমিফাইনালে, অন্যদিকে ২০১১-র চ্যাম্পিয়নদের উঠতে হচ্ছে দেশে ফেরার বিমানে।
উল্লেখ্য, মোট আটবার মাঠে গড়ানো নারী ফুটবল বিশ্বকাপের সর্বাধিক চ্যাম্পিয়ন দল যুক্তরাষ্ট্র (৪বার)। জার্মানি কাপ নিয়েছে দু’বার। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে নরওয়ে এবং জাপান।
আরও পড়ুনঃ নতুন মৌসুমেও অপ্রতিরোধ্য হল্যান্ড দিয়েছেন জোড়া গোল
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৩/এমএইচ