Connect with us
অন্যান্য

৫ ম্যাচে ৩৭ গোল দেওয়া ব্রাজিল হেরে গেল ফাইনালে

Brazil Lost
ব্রাজিল হারলে এভাবেই কষ্ট পায় দেশটির সমর্থকরা। (ফাইল ছবি)

গ্রুপপর্বের ৪ ম্যাচে ৩৩টি এবং সেমিফাইনালে ৪টিসহ মোট ৩৭টি গোল দেওয়া ব্রাজিল ফাইনালে গিয়ে হেরেছে। এতে করে শিরোপা হাতছাড়া করেছে সেলেকাওরা। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে প্যারাগুয়ের কাছে ৫-৩ গোলে হেরেছে ব্রাজিল।

বাংলাদেশ সময় ভোর ৪টায় ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-প্যারাগুয়ে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন সিকিনহা এবং একটি গোল করেন উইলিয়াম। প্যারাগুয়ের হয়ে হ্যাটট্রিক করেন মেডিনা, বাকি গোলটি আসে অ্যাগুইয়েরার পা থেকে।

এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে চিলিকে হারায় ব্রাজিল আর প্রথম সেমিফাইনালে কলম্বিয়াকে গোলে হারিয়ে ফাইনালে ওঠে প্যারাগুয়ে।

গ্রুপপর্বের চার ম্যাচে চারটিতে জিতেছিল ব্রাজিল। ‘বি’ থেকে কলম্বিয়ার জালে ১০ গোল, পেরুর জালে ৯ গোল, ভেনেজুয়েলাকে ৪ গোল এবং আর্জেন্টিনার জালে ১০ গোল দিয়েছিল ব্রাজিল। গ্রুপপর্বে মাত্র একটি ম্যাচ জিতে শুরতেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন: অবসর ভেঙে স্টোকসকে বিশ্বকাপে ফেরানোর দায়িত্ব নিলেন বাটলার

ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য