Connect with us
ক্রিকেট

ওয়ানডে বিশ্বকাপ: অনলাইনে যেভাবে টিকিট সংগ্রহ করবেন

বিশ্বকাপ
ছবি-গুগল

দরজায় কড়া নাড়ছে  ক্রিকেটের সবথেকে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ হিসেবে আতিথেয়তা দিবে ভারত। ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে সকল ম্যাচের সূচি। সূচি চূরান্ত হওয়ায় চলতি মাস থেকেই পাওয়া যাবে প্রস্তুতি এবং মূলপর্বের টিকেট।

গত বুধবার (৯ আগস্ট) বাংলাদেশের ম্যাচসহ মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনে আবারও চূড়ান্ত সূচি ঘোষনা করেছে আইসিসি। সেদিন, ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিলো ২৫ আগস্ট থেকে তারা টিকিট বিক্রি শুরু করবে। ভারতে গিয়ে টিকেট কেনার দূর্ভোগ কমে এসেছে আইসিসির অন্য এক ঘোষনায়।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অনলাইনেও কিনতে পারবে বিশ্বকাপের টিকিট। অনলাইনে টিকেট কেটে যারা স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে ইচ্ছুক তাদের জন্য আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৪টা থেকে ক্রিকেট বিশ্বকাপের টিকেটের জন্য ওয়েবসাইট ওপেন করে দেয়া হবে।

প্রথমে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নিবন্ধন করতে হবে। তারপরে ক্রিকেটের চাহিদার উপর ভিত্তি করে টিকেট বিক্রি শুরু করবে ভারত। নিয়মানুযায়ী আগে নিবন্ধন যারা করবেন তাদেরকে অগ্রাধিকার অনুযায়ী ম্যাচের টিকেট ও সকল খবরাখবর আগেই জানিয়ে দিবে আইসিসি।

তবে আইসিসি জানিয়েছে, অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনলেও পরবর্তীতে ছাপা টিকেট সংগ্রহ করেই স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

আরও পড়ুনঃ সাপে-নেউলের যুদ্ধে নেইমারকে তাড়িয়েই দলে ফিরলেন এমবাপ্পে

ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৩/এমএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট