সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বেতন-ভাতা বৃদ্ধি, পুরুষ ফুটবলারদের সমান সুযোগ-সুবিধা, পুষ্টিকর খাবার, উন্নতমানের সরঞ্জাম এবং বেশি বেশি ম্যাচ খেলার দাবি জানিয়েছিলো নারী ফুটবলাররা।
অনেক হিসাবনিকাশ কষে অবশেষে এবার কিছু শর্তাবলী দিয়ে সাবিনা-সানজিদাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি মেনে নেয়া হয়েছে।
বুধবার বাফুফে ভবনের সভাকক্ষে নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বাফুফে। মেয়েদের দাবিগুলো যেমন পূরণ করেছে, তেমনি বেশ কিছু শর্তও দিয়েছে ফেডারেশন।
শর্তাবলীর মধ্যে যেমন রয়েছে অনুমতি ছাড়া অন্য কোথাও খেলতে যেমন পারবে না, তেমনি মিডিয়ার সামনে কথাও বলা নিষেধ দেশের নারী ফুটবলারদের। আর কেউ চুক্তি ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে বাফুফের ক্যাম্প থেকে বের করার মতো শর্তও আছে চুক্তিতে।
ছয় মাসের জন্য করা নতুন এই চুক্তিতে ৩১ জন ফুটবলারের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। ৩১ ফুটবলারের মধ্যে ১৫ জন পাবেন ৫০ হাজার, ১০ জন পাবেন ৩০ হাজার এবং বাকি ছয় জন ১৮-২০ হাজারের মতো করে মাসিক বেতন পাবেন।
বাফুফের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন তারা। যা ছয় মাস পর নবায়ন করা যাবে। চুক্তির মেয়াদ শুরু হবে সেপ্টেম্বর থেকে।
আরও পড়ুনঃ অবশেষে অবসর ভেঙে ইংল্যান্ডের স্কোয়াডে ফিরলেন বেন স্টোকস
ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৩/এমএইচ