সৌদি আরবে নতুন এক বিপ্লব দেখছে ফুটবল বিশ্ব। তারকা থেকে মহাতারকা, অনেকেই ছাড়ছেন ইউরোপ। পাড়ি জমাচ্ছেন সৌদি প্রো লিগের ক্লাবগুলোতে।
শুরুর দিকে বয়স্ক খেলোয়াড়দের টার্গেট করলেও বর্তমানে অনেক তরুন ফুটবলাররাও পাড়ি দিচ্ছেন সৌদিতে। যার সর্বশেষ সংযোজন হলেন নেইমার জুনিয়র। তারকাদের বিদায়ে ইউরোপের ফুটবলের জৌলুস কমলেও সৌদি প্রো লিগের জৌলুস বাড়বে বলেই মনে করছেন ফুটবল বোদ্ধারা।
২০২২-এ সৌদি আরবের ক্লাব আল নাসেরের সাথে চুক্তি করে তারকা ফুটবলারদের সৌদি যাত্রার শুরু করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২২ বিশ্বকাপের পরেই আল-নাসরে যোগ দিয়েছিলেন এই পর্তুগিজ তারকা।
আল-হিলালে যোগ দিচ্ছেন নেইমার :
রোনালদোর প্রশংসা করে এবার নেইমার নিজেও জানালেন, তার সৌদি আসার পেছনেও প্রভাব আছে রোনালদোর দলবদলের। নিজের দলবদল নিয়ে আল-হিলালের অফিসিয়াল চ্যানেলে রোনালদোর প্রভাব উল্লেখ করেন এই ব্রাজিলিয়ান তারকা।
Neymar talks about the influence Ronaldo’s had on players joining Saudi league pic.twitter.com/yzjcP9tRoE
— Klay (@Madrid_Klay) August 16, 2023
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ক্রিশ্চিয়ান রোনালদো এসবের শুরু করেছিলেন। তখন সবাই তাকে ‘পাগলাটে’ আর যা তা ভেবেছিল। আজ আপনি দেখতে পাবেন লিগ আগের চেয়েও বেশি ছড়িয়ে পড়ছে।’
বাৎসরিক রেকর্ড ১৫০ মিলিয়ন বেতনে পিএসজি থেকে সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন নেইমার। আল-হিলারের ১০ নাম্বার জার্সিতেই দেখা যাবে এই ব্রাজিলিয়ান তারকাকে।
আরও পড়ুনঃ জামালের আর্জেন্টিনা গমনে শেখ রাসেল ক্লাবের আপত্তি
ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৩/এমএইচ