ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ৩-২ এ হেরেছে ভারত। এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
তবে আয়ারল্যান্ডকে খুব একটা গুরত্ব দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। আইরিশদের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারদের। একমাত্র যশপ্রীত বুমরা ছাড়া এই দলের সকলেই নতুন বলা চলে।
আজ শুক্রবার (১৮ আগস্ট) আয়ারল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে ভারত। ২০ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকী দুই ম্যাচ।
যেখানে নেতৃত্ব দিবেন ১১মাস পরে চোট সাড়িয়ে দলে ফেরা এই ভারতীয় পেসার। সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রিতুরাজ গায়কোয়াদ।
ভারতকে নেতৃত্ব দিতে নামার আগে বুমরা বলেন, ‘কে আমার থেকে কী আশা করছে, সেটা নিয়ে আমার চিন্তা নেই। আমি শুধু উপভোগ করতে চাই। এত দিন ধরে ক্রিকেটের বাইরে কখনও থাকিনি। যে খেলাটাকে ভালবাসি, সেটার জন্যই ফিরে এসেছি।’
তিনি আরও বলেন, ‘১১ মাস আগেও যেমন ছিলাম, এখনও তেমনই আছি। নিজের উপর আত্মবিশ্বাস আছে। অনেক দিন পর মাঠে ফিরছি। কিন্তু মাঠে ফিরে আমি খুশি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেকটা সময় কাটিয়েছি। এখন আমি সুস্থ। মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’
আরও পড়ুন: এভাবেও আউট হয়! বিশালদেহী কর্নওয়ালের আজব রান আউট (ভিডিও)
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৩/এমএইচ