আসছে ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলগুলোর মধ্যে ২০২৩ সালে মিডল অর্ডারে সবথেকে বেশি রান তুলেছে বাংলাদেশ। মিডল অর্ডারের ৪ থেকে ৬ নম্বরে ১৯ জুটিতে ৩১ ইনিংসে ৪২.৫০ গড়ে ১২৭৫ রান করেছে তারা।
মিডল অর্ডারে রান তোলার দিক থেকে বাংলাদেশের পরেই রয়েছে ভারত,৩৩ ইনিংসে ২২ জুটিতে ৩৫.৮২ গড়ে ১০৩৯ রান কোহলিদের।
দেশের হয়ে ৪ নম্বর পজিশনে খেলা মুশফিক ৬-এ নেমে বর্তমানে ধারাবাহিক রান তুলছেন। ১০ ইনিংসে এবছর ৫৫.৭৫ গড়ে ৪৪৬ রান রয়েছে তাঁর ঝুলিতে। বাংলাদেশের হয়ে দ্রুততম ৬০ বলের সেঞ্চুরিটি এসেছে তাঁর সময়েই।
দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭.৬০ গড়ে সাকিব করেছেন ১০ ইনিংসে ৩৭৬ রান।
এদিকে টাইগারদের নতুন সংযোজন ২২ বছর বয়সী হৃদয়ের ধারাবাহিক আক্রমণাত্মক ব্যাটিং মুশফিক ও সাকিবকে নির্ভার হয়ে খেলার সুযোগ করে দিচ্ছে। ৪৮.২৮ গড়ে ৮ ইনিংসে ৩৩৮ রান রয়েছে এই তরুণের ঝুলিতে।
টাইগারদের মিডল অর্ডারের এই তিন অতন্দ্র প্রহরীর স্ট্রাইক রেটও ১০০ ছুঁই ছুঁই।
মিডল অর্ডারে সাকিব-হৃদয়ের ৪ নম্বর জুটি বর্তমান এশিয়ায় সবচেয়ে সফল। ৭০.৬৬ গড়ে ৩ ইনিংসে ২১২ রান তুলেছেন তাঁরা দুজন।
আরও পড়ুন: নারী বিশ্বকাপ ও লঙ্কা লিগের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৩/এমএইচ