আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শেষ ওভারের প্রথম বলে নন-স্ট্রাইক প্রান্তে থাকা শাদাব খানকে মানকাড (রান আউট) করেন ফজল হক ফারুকি। কিন্তু ওই আউটে খুশি হতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ম্যাচ শেষে তিনি আফগানিস্তানের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ নবীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। নবীর পেছনে ছিলেন আম্পায়ার।সেখানে বাবরকে ক্ষুব্ধ ও রাগান্বিত দেখা যায়।
অবশ্য মানকাড আউট নিয়ে ম্যাচ শেষে কিছু বলেননি বাবর আজম। অধিনায়কের কণ্ঠে ছিলো খেলোয়াড়দের প্রশংসা, ‘ছেলেরা দারুণ ক্রিকেট খেলেছে। ওদের কৃতিত্ব দেব। আমরা ব্যাটিংয়ে জুটি গড়তে চেয়েছিলাম। জানতাম, শেষ ১০ ওভারে ৮০-৯০ রান নিতে পারবো। নাসিম কঠিন পরিস্থিতি সামলেছে।’
ম্যাচ শেষে মানকাড নিয়ে শাদাব খানও কথা বলেননি। কিছুদিন আগে আইসিসি জানিয়ে দিয়েছে, মানকাডকে এখন আর বিতর্কিত আউট হিসেবে না দেখে সাধারণ রান আউট হিসেবে দেখা হবে। তারই প্রতিফলন যেন বাবর-শাদাবের কণ্ঠে।
আরও পড়ুন : বিজ্ঞাপনের জন্যই সাকিবের এমন আজব স্ট্যাটাস!
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৩/এমএইচ