“রাখে আল্লাহ মারে কে” এই প্রবাদবাক্যের মতোই জটিল ও সহজ আনামুল হক বিজয়ের ভাগ্য। জাতীয় দল তো বটেই, ছিলেন না জাতীয় দলের আশেপাশেও ! সেখান থেকে এখন, ডিরেক্ট লিটনের পরিবর্তে মূল স্কোয়াডে তিনি!
সবশেষ ইমার্জিং এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের বিকল্প দলেও ঠাঁই হয়নি তার। ঠাঁই হয়নি বিশ্বকাপের পরিকল্পনায় থাকা ৩২ সদস্যের প্রাথমিক দলেও।
এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন লিটন। তাঁর পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এনামুল হক বিজয়।
অবাক করা ঘটনা হলেও এটাই সত্যি। আজ বুধবার (৩০ আগস্ট) সকালে বিসিবি এক ইমেইল বার্তায় লিটন দাস ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে বিজয়ের অন্তর্ভুক্তির তথ্য জানিয়েছে।
সবশেষ খেলা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান করেছিলেন আনামুল বিজয়। ৯৭.৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করে তিনটি সেঞ্চুরির পাশাপাশি তিনটি ফিফটি ছিল বিজয়ের ঝুলিতে। সর্বশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষের তিন ম্যাচ মিলিয়ে তিনি করেছিলেন ৩০ রান, যার ফলে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছিলো।
আরও পড়ুন: শ্রীলঙ্কার দুর্বল বোলিংয়ের মুখোমুখি বাংলাদেশের অনভিজ্ঞ ওপেনিং
ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৩/এমএইচ