আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ মঞ্চে আগামীকাল বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
এই সিরিজে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। এই সিরিজটি এই দুই ক্রিকেটারের জন্যও নিজেদের সক্ষমতা প্রমাণের মঞ্চ। অনেক আক্ষেপের জবাবও হতে পারে মিরপুরের মাঠ।
তবে ম্যাচে রিয়াদ-সৌম্যের ভূমিকা কী হবে? বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বলেন, আসলে ভূমিকা শব্দটা আমি বলতে চাই না। এটা মূলত ম্যাচে পরিস্থিতির উপর নির্ভর করবে। ৩০-৩৫ ওভারের খেলা বাকি থাকতে ম্যাচে যদি দ্রুত উইকেট পড়ে যায় তখন রিয়াদ ভাই ব্যাটিংয়ে নামলে উনি উনার মতো করেই খেলবেন। উনি অনেক অভিজ্ঞ ক্রিকেটার। একই কথা সৌম্যর ক্ষেত্রেও।
লিটন বলেন, ম্যাচে তারা যে কোনো পজিশনে রান করার চেষ্টা করবেন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৩ সেপ্টেম্বর আর ও তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টায়।
আরও পড়ুন: হলুদ কার্ড খেলেন নেইমার, জিততে পারেনি দলও
ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৩/এসএ