বিশ্বকাপের ডামাডোল শুরু হয়ে গেছে। সব দেশ নিজেদের দলও ঘোষণা করে ফেলেছে। কিন্তু ব্ড্ড দোটানায় রয়েছে বাংলাদেশ। দল তো ঘোষণাই হয়নি, দল ঘোষণা নিয়ে চলছে নানান নাটক। এরই মধ্যে গত মধ্যরাতে হঠাৎ করেই বিসিবি সভাপতির বাসায় গিয়েছিলেন সাকিব। সেখানে ছিলেন কোচ হাথুরুসিংহেও।
রাত তখন প্রায় সাড়ে বারোটা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেছিলেন হেড কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব। আধাঘণ্টারও বেশি সময় চলে ওই বৈঠক। যদিও সাকিব ঠিক সময়ে পৌঁছাতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
ক্রীড়াভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন চলছে, বিশ্বকাপ দল নিয়ে সাকিব ও তামিমের মধ্যে শীতল দ্বন্দ্ব চলছে। ফিট নন বলে জানিয়ে সবগুলো ম্যাচ খেলতে পারবেন না বলে জানিয়েছেন তামিম। আর এতে করে সাকিবের মেজাজ নাকি খারাপ হয়েছে।
এখন তামিম খেলবেন নাকি খেলবেন না এসব নিয়েই পাপনের বাসায় বৈঠকে বসেছিলেন বিসিবি বস ও অধিনায়ক। আলোচনার মূল বিষয় ছিল বিশ্বকাপের স্কোয়াড ও লাইনআপ। তবে এসবের চূড়ান্ত তথ্য এখনো প্রকাশ করেনি বিসিবি। হয়তো দুয়েকদিনের মধ্যেই দল ঘোষণা করবে বাংলাদেশ।
আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেন, কে এই সূর্যকুমার
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৩/এজে