তামিম নাটকের অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপে যাত্রা করলো বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের আসর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে ভারতে গেল বাংলাদেশ দল। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন সাকিববাহিনী ও কোচিং স্টাফের সদস্যরা। শুরুতে গুয়াহাটিতে যাবে বাংলাদেশ দল।
বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবরা। এরপর শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
ভারতে উড়াল দেওয়ার আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন,
এবারের বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা নিয়েই যাচ্ছেন সবাই। নিউজিল্যান্ড সিরিজটা খারাপ ছিল কিন্তু আমাদের অনেকে দলে ছিল না। তবে বিশ্বকাপ একটা আলাদা মঞ্চ। দুটি প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছি। একটা স্বপ্ন আছে।
আগামী ৫ অক্টোবর গতবারের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে কোনো গ্রুপিং করা হয়নি। সবগুলো দল সবার বিরুদ্ধে খেলবে। সেরা চারে থাকা দলগুলো খেলবে সেমিফাইনালে।
আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৩/এজে