লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে অপরাজিত ৬৭ রান করেছিলেন। আজ ইংল্যান্ডের বিপক্ষেও ফিফটি তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের হয়ে সাধারণত লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে থাকেন তিনি। তবে দলের প্রয়োজনে মেইক শিফট ওপেনার বা টপ অর্ডারে খেলতেও পারদর্শী বাংলাদেশের অন্যতম সেরা এই অলরাউন্ডার। গত ম্যাচে ৩ নাম্বারে নেমে ৬৭ রান এবং আজকের (সোমবার) ম্যাচে ৪ নাম্বারে নেমে এখন পর্যন্ত অপরাজিত ৬০ রানের ইনিংসই তার প্রমাণ।
তবে এক পাশে থিতু হয়ে থাকলেও কোন ব্যাটসম্যানই তাকে যোগ্য সঙ্গ দিতে পারছেন না। মিরাজ-মাহমুদুল্লাহর ভালো একটি জুটির সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ২১ বলে ১৮ রানে আদিল রশিদের বলে আউট হয়ে তিনিও সাজঘরে ফেরেন।
ম্যাচের শুরুর দিকেই বাংলাদেশ ধাক্কা খায় লিটন দাসের উইকেট হারিয়ে। ৬ বলে ৫ রান করে রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আবারও ব্যর্থতার জালে আটকে পড়েন এই উইকেট কিপার ব্যাটসম্যান। এরপর ৩ এ নামা নাজমুল হোসেন শান্তও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
দ্রুত টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারালেও অপরপাশে অসাধারণ খেলছিলেন তরুণ তুর্কি তানজিদ তামিম। কিন্তু ১৬ তম ওভারে মার্ক উডের বলে তিনিও বোল্ড হয়ে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। ৪৪ বলে ৪৫ রান করেন এই তরুণ সেনসেশন।
মুশফিকুর রহিমও তার ইনিংসটি বড় করতে পারেননি। ১৫ বলে ৮ রান করে আদিল রশিদের বলে আউট হোন মিস্টার ডিপেন্ডেবল।
এখন উইকেটে মেহেদী মিরাজকে সঙ্গ দিচ্ছেন তাওহীদ হৃদয়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সর্বশেষ খবর অনুযায়ী ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে লাল সবুজ বাহিনী। মেহেদী মিরাজ ৭৩ বলে ৬০ এবং তাওহীদ হৃদয় ১২ বলে ৫ রান করে অপরাজিত আছেন।
আরও পড়ুন: এবার ব্যাটিং করতে গিয়ে ব্যথা পেয়ে বসে পড়লেন মাহমুদউল্লাহ
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৩/এমএস/এসএ