একেবারেই দোরগোড়ায় বিশ্বকাপ ক্রিকেট। ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আসর মাঠে গড়াবে। কিন্তু এর আগে অনুষ্ঠিত হবে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভারতীয় গণমাধ্যম- ইনসাইড স্পোর্টস এই তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে- বলিউডের দেশে বিশ্বকাপ কিন্তু বলিউডের তারকা থাকবে না তা তো হতে পারে না। তাই তো একঝাঁক বলি তারকাকে দেখা যাবে অনুষ্ঠানে। তবে দর্শকদের চমকে দিতে সবকিছু গোপনেই সারছে ভারতীয় বোর্ড।
ইনসাইডস্পোর্টসের খবরে বলা হয়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন বেশ কিছু তারকা শিল্পী। থাকবেন কিংবদন্তি আশা ভোসলে, শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং। দেখা যাবে গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভানকেও।
বলিউডের দেশে বিশ্বকাপ আর নাচ থাকবে না তা তো হয় না- তাই নেচে মঞ্চ মাতাতে আসবেন অভিনেতা রণবীর সিং ও দক্ষিণী লাস্যময়ী নায়িকা তামান্না ভাটিয়া। অনুষ্ঠানে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রিকেট উন্মাদনার দৃশ্যও ফুটিয়ে তোলা হবে। অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন দশ দেশের দশ অধিনায়ক।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন না লিটন-তামিম!
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৩/এজে