Connect with us
অন্যান্য

রাশিয়া, ফ্রান্স, তুরস্ককে হারিয়ে চ্যাম্পিয়ন সুর কৃষ্ণ চাকমা

crifo Boxing
ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতেছেন বাংলাদেশের বক্সার সুর কৃষ্ণ চাকমা

ঢাকায় অনুষ্ঠিত প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইটের ফাইনালে নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে শিরোপা জিতেছেন সুর কৃষ্ণ চাকমা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন বক্সার সুর কৃষ্ণ চাকমা।

বাংলাদেশের প্রো-বক্সিংয়ের আয়োজক এক্সসেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশন ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের (বিবিএফ) উদ্যোগে হয়েছে এবারের চ্যাম্পিয়নশিপ এশিয়ান বক্সিং ফেডারেশনের আয়োজনে আয়োজিত হয়েছে এ টুর্নামেন্ট।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর জুড়ে কোনো ম্যাচ হারেননি সুর কৃষ্ণ। আট রাউন্ডের বাউটে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজেয় ছিলেন তিনি। এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল ও ভারতের বক্সাররা। ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এবার।

যে কোনো বক্সারের জন্য কাঙ্খিত এই অর্জন প্রসঙ্গে সুর বলেন, বাংলাদেশের হয়ে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা আমার স্বপ্ন। সাউথ এশিয়া থেকে এবার এশিয়ার শীর্ষ অবস্থানে পৌঁছানোটা সেই স্বপ্নেরই কিছুটা পথ। এই জয়গুলো আমাকে সাহস দিচ্ছে, প্রেরণা যোগাচ্ছে সামনে এগিয়ে যাবার। আগামীতে বিশ্ব বক্সিংয়ে বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করতে পারবো বলে আমি আশাবাদী।

সুর কৃষ্ণ স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে। বিকেএসপির ছাত্রও তিনি। রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করা সুর কৃষ্ণ চাকমা বক্সিং ক্যারিয়ারের ধাপে ধাপে সফলতার যাত্রায় এগিয়ে চলেছেন।

আরও পড়ুন: জানা গেল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কে নাচবে আর কী থাকবে

ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৩/এমকে/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য