বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবারের বিশ্বকাপ দল নিয়ে বিশ্লেষণধর্মী এক ভিডিও প্রকাশ করেছেন তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে। ভিডিওতে তিনি বাংলাদেশ দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিংসহ সকল খেলোয়াড়দের নিয়ে কথা বলেন।
ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করবে বলে মনে করেন মাশরাফি মর্তুজা। তিনি বলেন, বাংলাদেশের মিডল অর্ডার অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে এবার ভালো কিছু করবে। স্পিন বোলিংয়ে সাকিব মেহেদী খুব ভাল, নাসুমও ভালো করবে, তবে সেখানকার পিচটা তার বোলিংয়ে সমস্যা করতে পারে। তবে আমাদের পেস বোলিং বিশ্বের অন্যতম সেরা। আসরে ভালো-খারাপ যাই হবে পেস বোলারদের কারণেই হবে।
ব্যাটসম্যানদের নিয়ে মাশরাফি বলেন, লিটন, তামিম দুজনই ওপেনার। আর মেহেদী দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে পারে। তাকে আফগানিস্তানের সাথে ওপেন করানো যেতে পারে। সাকিব, হৃদয় এবং মুশফিক তিনজনই ফর্মে আছে। মিডল অর্ডার দলকে টেনে নিতে পারবে বলে মনে করেন মাশরাফি। মুশফিক এই দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। আগে চারে ব্যাটিং করেছে সে। এখন ছয়ে দেওয়া হলেও দারুণ মানিয়ে নিয়েছে। আশা করছি মিডল অর্ডার দলকে টেনে নিতে পারবে।’
মাশরাফি বিশ্বকাপ দল বিশ্লেষণ করে আরও বলেন, ‘এই টুর্নামেন্টে বাংলাদেশ যদি বেস্ট রেজাল্ট করে সেটা হবে পেস বোলিংয়ের জন্য। যদি খুব খারাপ করে সেটাও হবে পেসারদের জন্য। কারণ ভারতের উইকেট এতো ফ্লাট থাকবে যে ১৫-২০ রানে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে। প্রতিপক্ষকে ২৫০-৩০০ রানের মধ্যে আটকে দিতে চাইলে, ফাস্ট বোলারদের অবশ্যই অবশ্যই ভালো বোলিং করতে হবে। ৩৫০ রান হয়ে গেলে ম্যাচে ফেরা কঠিন হবে, আমাদের ব্যাটারদের ওই রান করার সামর্থ্য নেই বলছি না, তবে কঠিন হবে।’
এশিয়া কাপে পাকিস্তানের ফ্লাট উইকেটে ভালো বোলিং করেছিল। এ বিষয়ে মাশরাফি বলেন, পাকিস্তানের ফ্লাট উইকেটে তাদের বোলিংয়ের লেন্থ, সুইং, লাইন সবকিছু দেখে মনে হয়েছে সম্ভবত বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলিং অ্যাটাক এখন বাংলাদেশের। কেউ পরিসংখ্যান দেখলেও বুঝতে পারবে বাংলাদেশ এক-দেড় বছরে সেরা তিন-চারের মধ্যে আছে। এই পেস বোলিংয়ের ওপর ভরসা রাখাই যায়। শুধু একটাই প্রার্থনা, যেন ফিট থেকে টুর্নামেন্ট খেলে আসতে পারে।’
এ সময় শরিফুলের বোলিং নিয়ে বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করেন ম্যাশ, ‘আমার যেটা সবচেয়ে ভালো লাগছে, তা হলো শরিফুলের বোলিং। নতুন বলে মুস্তাফিজ অনেক আগে থেকে, ডানহাতি বোলারের ক্ষেত্রে বল ভেতরে আনার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সবচেয়ে দ্রুত শিখেছে (সুইং) শরিফুল। সম্প্রতি তার বোলিং দেখলে বুঝবেন, সে ডানহাতিদের খুব ভোগাচ্ছে।’
আরও পড়ুন: এবার ব্যাটিং করতে গিয়ে ব্যথা পেয়ে বসে পড়লেন মাহমুদউল্লাহ
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৩/এমকে/এজে