Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ নিয়ে ফ্রান্সের বার্তা সংস্থার তালিকায় তাওহীদ হৃদয়

Tawhid hridoy
বাছাইকৃত ৫ তরুণ ক্রিকেটারের তালিকায় তাওহীদ হৃদয়

আর মাত্র দুইদিন পরেই ভারতে শুরু হচ্ছে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে অনেকে এবারের আসরের সেরা প্লেয়ারদের বেছে নিয়েছে। বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত দিচ্ছেন, দল নিয়ে জরিপও হচ্ছে। একইভাবে তরুণ ৫ ক্রিকেটারকে বেছে নিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এই গণমাধ্যমটির মতে, এবারের আসরে নজর কাড়তে যাচ্ছেন নতুন প্রজন্মের পাঁচ ক্রিকেটার। আর এই ৫ ক্রিকেটারের তালিকায় রয়েছে বাংলাদেশি তরুণ ব্যাটসম্যান তাওহীদ হৃদয়।

গত মার্চেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি তে অভিষেক হয় হৃদয়ের। আরে সে মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। অভিষেকের পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

২০২০ সালে বাংলাদশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে বিশ্বকাপজয় করেন হৃদয়। তবে বিপিএল এর গত সিজনে খুব ভালো সময় পার করেছেন তিনি। এরপরই তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হয় এবং মার্চেই টি-টোয়েন্টির পাশাপাশি ওডিআই তেও তার অভিষেক হয় । এরপর থেকেই বাংলাদেশের মিডল অর্ডরে এক আস্থার নাম তাওহীদ হৃদয়।

পাঁচজনের ওই সংক্ষিপ্ত তালিকায় আছেন আফগানিস্তানের নূর আহমেদ, যিনি এবারের বিশ্বকাপের কনিষ্ঠ খেলোয়াড়দের একজন। গত বছরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মতানো শ্রীলংকান তরুণ পেসার মাথিশা পাথিরানাও রয়েছেন এই লিস্টে। যাকে বলা হয় “বেবি মালিঙ্গা “। এছাড়াও রয়েছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন যিনি খুব দ্রুত গতিতে বল করে থাকেন।

বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৬ বলে ১১১ রানের ঝড়ো ইনিংস খেলা ডাচ ব্যাটার তেজা নিদামানুরুকেও রাখা হয়েছে এই পাঁচজনের তালিকায়।

বিশ্বকাপ নিয়ে এএফপির বিশেষ তালিকা: তাওহীদ হৃদয় (বাংলাদেশ), নুর আহমাদ (আফগানিস্তান), মাথিশা পাথিরানা (শ্রীলঙ্কা), গাস অ্যাটকিনসন (ইংল্যান্ড), তেজা নিদামানুরু (নেদারল্যান্ডস)

আরও পড়ুন: যে কারণে এবার সাকিবকে মীরজাফর বললেন স্ত্রী শিশির!

ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট