সময়টা খারাপ যাচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট দলের। বিশ্বকাপের মূলপর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচের দুটিতেই হার দেখতে হয়েছে তাদের। ১ম ম্যাচে বাংলাদেশের কাছে গতকাল আফগানিস্তানের সাথে হেরেছে শ্রীলঙ্কা। আর বিশ্বকাপে ফেবারিট হিসেবে এসে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে হেরেছে পাকিস্তান।
প্রস্তুতি ম্যাচের টানা দুটিতে হারের কারণে বড্ড চিন্তায় পড়েছে এশিয়ার দল দুটি। এশিয়ার মাটিতে বিশ্বকাপ আর এশিয়ার দলের এই দুর্দশা ভাবিয়ে তুলছে এশিয়ার ক্রিকেট ভক্তদেরও।
গতকাল পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৩৫১ রান করে অস্ট্রেলিয়া। মোটামুটি জবাব দিতে দিতে লড়াই জমিয়ে ফেলে বাবর আজমরা। তবে ১৪ রানে ম্যাচ হারতে হয় তাদের।
অপর ম্যাচে কুশল ম্যান্ডিসের ৮৭ বলে ১৫৮ রানের বিস্ফোরক ইনিংস ভর করে ৪৬.২ ওভারে ২৯৪ রান করে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে আফগানদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ২৫৭। সেই লক্ষ্য ৩৮.১ ওভারে ৪ উইকেটেই ছুঁয়ে ফেলে আফগানরা।
এখন এই হারের পর নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে বিশ্বকাপের মূলপর্ব শুরু করবে শ্রীলঙ্কা ও পাকিস্তান এমনটাই ভাবছেন ভক্তরা।
আরও পড়ুন: বিশ্বকাপে সুযোগ কাজে লাগাতে চান আত্মবিশ্বাসী তানজিদ তামিম
ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৩/এমকে/এজে