মাঠে গড়িয়েছে বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম দুদিন মাঠে নামছে না বাংলাদেশ। তবে ৭ অক্টোবর নিজেদের প্রথম খেলতে নামবে সাকিবের দল। কিন্তু বিশ্ব আসর শুরুর আগেই হঠাৎ আইসিসি থেকে খারাপ সংবাদ পেয়েছে টাইগাররা। আইসিসি র্যাংকিংয়ে একধাপ পিছিয়েছে টাইগাররা।
বৃহস্পতিবার (৫অক্টোবর) আইসিসির হালনাগাদ হওয়ার র্যাংকিংয়ে বাংলাদেশ সাত থেকে আটে নেমে গেছে। মূলত ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ হয়নি। তাই তো দলীয় র্যাংকিংয়ে একধাপ পিছিয়েছে টাইগাররা। সাতে উঠেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ আটে।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের দিন আপডেট র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। তিন ফরম্যাটের শীর্ষে উঠেছিল ভারত। ওয়ানডেতে বিশ্বকাপের আয়োজক দেশটির অবস্থান এখনও অপরিবর্তিত রয়েছে। দুইয়ে আছে পাকিস্তান।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড আছে যথাক্রমে তিন, চার ও পাঁচে। নিউজিল্যান্ডের অবস্থান ছয়ে। সাত-আটে লঙ্কা ও বাংলাদেশ। নয় ও দশে আছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। র্যাংকিংয়ে দশের বাইরে থাকা দল হিসেবে বিশ্বকাপ খেলছে নেদারল্যান্ডস। আর ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে নারীদের জন্য ৪০ হাজার টিকিট ফ্রি
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৩/এজে