ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের গ্যালারিতে দর্শকদের তেমন উত্তাপ উত্তেজনার দেখা মেলেনি৷ কিন্তু টিভি বিজ্ঞাপনে যেন আগুন লেগে যাওয়ার দশা দেখা দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বিশ্বকাপে প্রতি সেকেন্ড বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানকে গুনতে হচ্ছে ৪ লক্ষ টাকা।
জানা গেছে, এবারের টুর্নামেন্ট চলাকালে বিশ্বের নামি-দামি ব্র্যান্ডগুলো তাদের প্রচার বাড়াতে ২০ বিলিয়ন ভারতীয় রুপি খরচ করবে। যেখানে একটি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্লটের জন্য ৩০ লাখ রুপি গুনতে হবে। এই হিসাব গত বিশ্বকাপের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
অবশ্য ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনের মূল্য যে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।
ডিজনি স্টার হলো ২০২৩ বিশ্বকাপের সব থেকে বড় টিভি সম্প্রচার স্বত্ব। বিশ্বকাপে ২৬টি বিজ্ঞাপনি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের অংশীদারিত্বে আছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে নারীদের জন্য ৪০ হাজার টিকিট ফ্রি
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৩/এমএস/এসএ