Connect with us
ক্রিকেট

‘আমরা তোমাকে কখনো ভুলব না’

তামিমকে মনে রেখেছেন সমর্থকরা। ছবি- গুগল
তামিমকে মনে রেখেছেন সমর্থকরা। ছবি- গুগল

আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শুরুতে টসে জিতে বোলিং নিয়ে সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করছে লাল সবুজ বাহিনী। তবে বিশ্বকাপ দলে তামিম ইকবাল না থাকলেও, হিমাচল প্রদেশ স্টেডিয়ামের গ্যালারিতে সমর্থকদের প্লেকার্ডে যেন ঠিকই আছেন।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ভারতের নবীনতম ভেন্যু হিমাচল প্রদেশ স্টেডিয়ামে। এই ভেন্যুতে এখন পর্যন্ত ১০ টি-টোয়েন্টি, ৪ ওয়ানডে এবং ১টি মাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মাঝেও এখানে একজন বাংলাদেশির নাম জ্বলজ্বল করছে। তিনি বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল।

এই মাঠের রেকর্ড বুকে নাম ওঠা কয়েক জন সেরা ক্রিকেটারের মধ্যে খান সাহেব অন্যতম। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি আন্তর্জাতিক টি-টেয়েন্টিতে সেঞ্চুরি করেছেন। ২০১৬ সালে এই মাঠেই ওমানের বিপক্ষে ১০৩ রানের অসাধারণ ইনিংসটি খেলেন তিনি।

গতকাল (শুক্রবার) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে তামিম ইকবালকে নিয়ে প্রশ্ন করা হয়। আফগানিস্তানের সংবাদ সম্মেলনেও তামিম ইকবালের প্রসঙ্গ উঠেছিল।

সংবাদ সম্মেলন হোক বা মাঠের রেকর্ড অথবা স্টেডিয়ামের গ্যালারি, তামিম ইকবাল যেন না থেকেও সবখানেই আছেন!

তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। পরে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়ার পর এ বিষয়ে তার নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন তিনি।

যেখানে ভিডিওর শেষ দিকে ধরা গলায় জানিয়েছিলেন, ‘আপনারা আমাকে মনে রাইখেন, আমাকে ভুলে যাইয়েন না।’

গ্যালারিতে সমর্থকরা যেন আবারও মনে করিয়ে দিল, তারা দেশসেরা ওপেনারকে ভুলে যায়নি।

আরও পড়ুন: কন্যা সন্তানের জন্ম দিলেন নেইমারের সেই প্রেমিকা

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট