তাকে বাংলাদেশ দলে মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে খেলানো হতো। অফ স্পিনের পাশাপাশি ৮ নাম্বারে লোয়ার মিডল অর্ডারে সাহায্য করাই ছিল তার কাজ। সেখান থেকেই এখন যেন পুরোদস্তুর অলরাউন্ডার বনে গিয়েছেন আজকে ম্যাচ সেরা হওয়া মেহেদী হাসান মিরাজ।
শুরুতে বোলিং এ গুরুত্বপূর্ণ ৩ টি উইকেট নিয়েছেন। পরে ১৯ রানে ২ উইকেট হারানো ব্যাটিং ইউনিটের হাল ধরেছেন শান্তর সাথে ৯৭ রানের জুটি গড়ে। নিজের হাফ সেঞ্চুরি তুলে নিতেও ভুল করেননি মিরাজ। অন্য দিকে শান্তুও তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। ৫৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।
অলরাউন্ড নৈপুণ্যে মিরাজই যে ম্যাচ সেরা হতে যাচ্ছেন তা নিয়ে কারোরই সংশয় ছিলো না৷ ম্যাচ সেরা হয়ে তিনি এর কৃতিত্ব দেন টিম ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেন সাকিব আল হাসানকে। ‘গত কয়েক মাস আমি অনেক পরিশ্রম করেছি, তার ফল এটা। আমার উপর ভরসা রাখার জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। আমি সাকিব আল হাসানকেও আলাদাভাবে কৃতিত্ব দিতে চাই, আমাকে বারবার ভাল খেলতে তাগিদ দেয়ার জন্য।’
মেহেদী মিরাজ মূলত এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টপ অর্ডারে ব্যাটিং এর সুযোগ পান। সেখানে ভালো পারফর্ম করায় বিশ্বকাপেও টপ অর্ডারে সুযোগ পেয়ে যেন তাও্যানডের উপর করা আস্থারই প্রতিদান দিলেন।
আরও পড়ুন: আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের
ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৩/এমএস/এসএ