ওয়ানডে বিশ্বকাপে উইকেট শিকারিদের তালিকায় আরো দুই ধাপ এগিয়ে গেলেন সাকিব আল হাসান। জ্যাকব ওরাম ও ড্যানিয়েল ভেট্টরিকে পেছনে ফেলে বিশ্বকাপে স্পিনারদের মধ্যে উইকেট শিকারিদের তালিকায় তিনে উঠে এসেছেন তিনি। আর বর্তমানে খেলে এমন স্পিনারদের মধ্যে তার উইকেটই সবচেয়ে বেশি।
৩৪ উইকেট নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ শেষ করেছিলেন সাকিব। গতকাল আফগানিস্তানের সাথে তিন উইকেট শিকার করে নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম ও ড্যানিয়েল ভেট্টরিকে পেছনে ফেলেন তিনি। তাদের উইকেট সংখ্যা ছিল ৩৬। আর বর্তমানে সাকিবের উইকেট সংখ্যা ৩৭।
সাকিবের সামনে আরো অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ রয়েছে। আর দুইটি উইকেট নিলেই তিনি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বোলার আ্যালান ডোনাল্ডকে ছাড়িয়ে যাবেন। তার উইকেট সংখ্যা ৩৮। অ্যালান ডোনাল্ড বর্তমানে বাংলাদেশের বোলিং কোচ। আর দুটি উইকেট পেলেই গুরুকে ছাড়িয়ে যাবেন সাকিব।
সাকিব যদি আরো চারটি উইকেট নেন তাহলে দক্ষিণ আফ্রিকার আরেক কিংবদন্তি স্পিনার ইমরান তাহিরকে ছাড়িয়ে যাবেন। বিশ্বকাপে ইমরান তাহিরের উইকেট সংখ্যা ৪০।
আগামী ১০ই অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিবরা। অ্যালান ডোনাল্ড ও ইমরান তাহিরকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সাকিব।