বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেই র্যাঙ্কিংয়ে আবারো আগের অবস্থানে ফিরে এলো বাংলাদেশ। এশিয়া কাপে বাজে পারফরমেন্সের কারণে ওডিআই র্যাঙ্কিংয়ে সাত থেকে আটে চলে গিয়েছিল বাংলাদেশ। আর একধাপ এগিয়ে সাতে চলে এসেছিল শ্রীলংকা।
গতকাল (শনিবার) বিশ্বকাপে শ্রীলংকা ও বাংলাদেশ উভয় দলই নিজেদের প্রথম ম্যাচ খেলে। বাংলাদেশ মুখোমুখি হয় আফগানিস্তানের আর শ্রীলংকা মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার। আফগানিস্তানের সাথে বাংলাদেশ জিতলেও দক্ষিণ আফ্রিকার সাথে হেরে যায় শ্রীলংকা।
আজ রবিবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা(আইসিসি) নতুন ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করে। যেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩ আর লঙ্কানদের রেটিং পয়েন্ট ৯১। এতে পুনরায় আগের অবস্থানে চলে যায় শ্রীলংকা আর আট থেকে সাতে চলে আসে বাংলাদেশ।
এছাড়া ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে এক নাম্বারে রয়েছে ভারত। আর ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান ।
আরও পড়ুন: এবার পারলেন না মেসি, প্লে-অফের স্বপ্নভঙ্গ মিয়ামির
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৩/এমটি/এজে