চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১০ অক্টোবর) মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচে থাকছেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বকাপে প্রথম ম্যাচটিও মিস করেছেন এই ইংলিশ ক্রিকেটার—মূলত চোটের কারণেই দলে নেই তিনি।
এদিকে গত বছরের জুলাইয়ে ওডিআই থেকে অবসর নিয়েছিলেন ইংলিশ এই অলরাউন্ডার। ১৩ মাস পর চলতি বছরের আগস্টে অবসর ভেঙে একদিনের ক্রিকেটে ফেরেন এই ইংলিশ অলরাউন্ডার।
তবে স্টোকসের বা হাটুতে কিছুটা চোট রয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। এরপর আর কোন ম্যাচ খেলা হয়নি তার। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশের সঙ্গে খেলার সম্ভাবনা খুবই কম।
ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক বাটলার জানান, বেন স্টোকস খুব দ্রুতই সেরে উঠছে। সে নেটেও কিছুটা অনুশীলন করছে। তবে সে এখনো সম্পূর্ণ ফিট নয়। তাই আগামী ম্যাচে তার খেলার সম্ভাবনা কম।
এর আগে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে স্টোকসের জায়গায় খেলেছিল হ্যারি ব্রুক। তিনি ১৬ বলে ২৫ রান করে আউট হয়েছিলেন। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষেও তাকে একাদশে দেখা যেতে পারে।
আরও পড়ুন: আবারো নতুন রেকর্ড সাকিবের, এবার গুরুকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৩/বিটি/এসএ