অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে আয়োজক দেশ ভারত। নিজেদের প্রথম ম্যাচে ৫২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে কোহলি-রাহুলরা। তবে এ ম্যাচে ছিলেন না ফর্মে থাকা ভারতীয় ওপেনার শুভমান গিল। বিসিসিআই নিশ্চিত করেছে, আগামী ১১ অক্টোবর আফগানিস্তানের সাথে নিজেদের দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না তার।
মূলত ডেঙ্গু আক্রান্ত হওয়ায় অজিদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলা হয়নি গিলের। আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারবেন না ২৪ বছর বয়সী এই ভারতীয় ওপেনার। তবে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া হাই ভোল্টেজ ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড।
বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন এই ওপেনার। এশিয়া কাপের পর ঘরের মাঠে অজিদের বিপক্ষেও ভালো ব্যাটিং করেছেন। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় অজিদের বিপক্ষে তার জায়গায় ওপেনিংয়ে নামা ঈশান কিশান শূন্য রানে আউট হোন।
কম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অজি বোলারদের বোলিং তোপে ২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। পরে বিরাট কোহলি এবং কেএল রাহুলের ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে স্বাগতিকেরা। বিরাট ৮৫ করে আউট হয়ে গেলেও একটু জন্য সেঞ্চুরি না পাওয়া রাহুল ৯৭ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও থাকছেন না বেন স্টোকস
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৩/এমএস/এসএ