বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। ম্যাচে টাইগার একাদশে কে থাকবেন কে বাদ পড়বেন তা নিয়ে চলছে বিশ্লেষণ। ধারণা করা হচ্ছে এ ম্যাচে বাংলাদেশ দল থেকে বাদ যেতে পারেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ দুরন্ত সূচনা করে। আফগানিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে দেয় টাইগাররা। সে ম্যাচে নিজেকে প্রমাণের খুব একটা সুযোগ পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। এক ওভার বোলিং করে খরচ করেছেন ৭ রান। ব্যাটিংয়ে নামার সুযোগই পাননি এই অভিজ্ঞ ক্রিকেটার। সেই ম্যাচে ৪ উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
অপরদিকে কালকের ম্যাচ পরিকল্পনার অংশ হিসেবে দলে আসতে পারে পরিবর্তন। ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের বোলিং আরও শক্তিশালী করার জন্য শেখ মেহেদী জায়গা করে নিতে পারেন দলে। সেজন্য দল থেকে বাদ পরতে পারেন আফগানদের বিপক্ষে খেলা ১১ জনের একজন।
এ ক্ষেত্রে তানজিদ তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদের যেকোনো একজন বাদ পরতে পারেন। তবে তানজিদ তামিম বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোয় ভালো করায় দল থেকে তার বাদ পড়ার সম্ভাবনা কম। মাহমুদুল্লাহ রিয়াদের বদলি হিসেবেই তাই দলে সুযোগ পেতে পারেন শেখ মেহেদী হাসান। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন তিনি।
বিশ্বকাপ দলে মাহমুদুল্লাহর থাকা না থাকা নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত দলে জায়গা পান অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে প্রতি ম্যাচেই যে তিনি অটো চয়েজ হবেন না তা ধারণা করা গিয়েছিল আগেই।
আরও পড়ুন: কাল যে দল নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৩/এমকে/এসএ