২০১৫ ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয় বাংলাদেশ। এতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর এবারের বিশ্বকাপে আজ সেমিফাইনালের লক্ষে একধাপ এগিয়ে যেতে আবারো মাঠে নামছে তারা। টাইগাররা কি পারবে ২০১৫ সালের স্মৃতি আবারো ফিরিয়ে আনতে!
ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে মাত্র তিনবার। এক্ষেত্রে পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। তিন দেখায় দুই জয়ই বাংলাদেশের। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে তাদের কাছে পাত্তা না পেলেও এবার ভারতের মাটিতে জয়ের আশা দেখছে টাইগাররা।
২০১১ সালে ঘরের মাঠে ওডিআই বিশ্বমঞ্চে প্রথমবার মুখোমুখি হয় বাংলাদেশ-ইংল্যান্ড। প্রথম দেখাতেই ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল টাইগাররা। সেই জয়কে অনেকে অঘটন হিসেবে ধরেন। ২০১৫ সালে দ্বিতীয় দেখায়ও জয় পায় বাংলাদেশ। তবে সেই জয় কোন অঘটন ছিল না। প্রতিপক্ষকে ডমিনেট করেই জয় ছিনিয়েছিল টাইগাররা।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে তেমন সুবিধা করতে না পারলেও আজকে ভারতের মাটিতে কিছুটা বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। তাই জয়ের জন্য অনেকটাই আত্মবিশ্বাসী টাইগারা।
টাইগাররা আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে খুব সহজেই জয় তুলে নিলেও নিউজিল্যান্ডের সাথে লজ্জাজনকভাবে পরাজিত হয় ইংল্যান্ড। আজ বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প দেখছে না বাটলাররা। তাছাড়া বাংলাদেশেকে কোন সহজ প্রতিপক্ষও মনে করছেন না। এজন্য তাদের উপর কিছুটা চাপ থাকবে।
সকাল ১১ টায় ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে।
আরও পড়ুন: ভারত ছাড়তে হলো পাকিস্তানি উপস্থাপিকা জয়নবকে!
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমটি/এজে