বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন সাকিবরা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচটিও হচ্ছে হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে। এদিন টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ফলে ব্যাটিং করছেন জস বাটলাররা।
২০১১ ও ২০১৫ এর স্মৃতিকে সামনে রেখে বাংলাদেশের একাদশে আজও মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যাবে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু না, আজ বাংলাদেশের একাদশে রিয়াদকে দেখা যায়নি। এসেছেন শেখ মাহেদী হাসান। ইংল্যান্ড দলও তাদের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে স্পিনার মঈন আলীর জায়গায় দলে ঢুকেছেন পেসার রিস টপলি
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব, মিরাজ, মুশফিক, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।
আরও পড়ুন: ১২৮ বছর পর আবারও অলিম্পিক গেমসে আসছে ক্রিকেট
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমটি/এজে