চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হোচট খেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে সাকিব-মিরাজরা।
এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রানে থামে ইংলিশদের রানের চাকা।
জবাবে ২২৭ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে টিম বাংলাদেশ। এতে ১৩৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়া ইংল্যান্ড। আসরে এটি তাদের প্রথম জয়। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর এ জয়ে স্বস্তি ফিরেছে ইংলিশ শিবিরে।
অপরদিকে প্রথম ম্যাচে আফগানদের উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ এবার ইংলিশ পরীক্ষায় ভালো করতে পারলো না।
এদিন বেলা ১১ টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। কিন্তু ইংলিশ ব্যাটারদের ব্যাটিং তান্ডবে খুব একটা সুবিধা করতে পারেনি টাইগারদের বোলিং ইউনিট। জো রুটের ৮২ রান ও ডেভিড মালানের ১৪০ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৩৬৪ রান করে ইংল্যান্ড।
জবাবে ব্যাটিং এ নেমে শুরু থেকেই উইকেট হারানো বাংলাদেশ কখনোই তেমন সুবিধা করে উঠতে পারেনি। লিটন দাস ও মুশফিকুর রহিম ছাড়া আর কেউই তেমন আশার আলো দেখাতে পারেনি। লিটন ৬৬ বলে ৭৬ এবং মুশফিক ৬৪ বলে ৫১ করে আউট হোন। ইংল্যান্ডের দাপুটে বোলিং এ ৪৮ ওভার ২ বলে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩৬৪/৯ (৫০)
টার্গেট: ৩৬৫ (৫০)
বাংলাদেশ: ২২৭/১০ (৪৮.২)
ফলাফল: ১৩৭ রানে ইংল্যান্ডের জয়।
আরও পড়ুন: বুট জোড়া তুলে রাখলেন কিংবদন্তি এডেন হ্যাজার্ড
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমএস/এসএ