দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসরকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় বড় দলগুলো। পিছিয়ে নেই তুলনামূলক ছোট দলগুলোও। যুক্তরাষ্ট্র, কানাডা, নেপালের পর এবার দল ঘোষণা করেছে উগান্ডাও।
আজ (সোমবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফ্রিকা অঞ্চলের দেশ উগান্ডা। এই দলে সবচেয়ে বড় চমক ৪৩ বছর বয়সী ফ্রাঙ্ক নসুবুগার অন্তর্ভুক্তি।
বিশ্বকাপে উগান্ডার মূল একাদশে জায়গা পেলেই ইতিহাস গড়বেন নসুবুগা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের তালিকায় নেতৃত্ব দেবেন তিনি। এর আগে এই তালিকায় সবার ওপরে ছিলেন ওমানের হয়ে ৪১ বছর বয়সে খেলা মোহাম্মদ নাদিম ও নাসিম খুশি।
প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্ব আসরে খেলার সুযোগ পেয়েছে উগান্ডা। এই বিশ্বকাপে দলটিকে নেতৃত্ব দেবেন ব্রায়ান মাসাবা। আর আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন রিয়াজাত আলি শাহ।
প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে রয়েছে উগান্ডা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি।
আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ৪ জুন নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে উগান্ডা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার দল
ব্রায়ান মাসাবা (অধিনায়ক), সাইমন সেসাজি, কসমস কয়েওয়াটা, রজার মুকাশা, দিনেশ নাকরানি, কেনেথ বিস্ব, ফ্রেড আছিলাম, অল্পেশ রামজানি, ফ্রাঙ্ক সুবুগা, বিলাল হাসুন, হেনরি সেনিওন্দো, রবিনসন ওবুয়া, রিয়াজত আলী শাহ, রনক প্যাটেল ও জুমা মিয়াজি।
রিজার্ভ
রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মেবেজা
আরও পড়ুন: ১৪ বছর বয়সেই বাংলাদেশের হয়ে অভিষেক: কে এই হাবিবা?
ক্রিফোস্পোর্টস/৬মে২৪/বিটি