Connect with us
ক্রিকেট

প্রত্যন্ত গ্রাম থেকে এসে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেটের কীর্তি

Shamar Joseph
৫ উইকেট নিয়ে মাঠ ছাড়ার সময় দলকে নেতৃত্ব দেন জোসেফ। ছবি- সংগৃহীত

গায়ানার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত করলেন শামার যোসেফ। প্রথম ক্যারিবিয়ান বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে অভিষেক ম্যাচেই ৫ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। তাছাড়া প্রথম বলেই তুলে নিয়েছেন স্টিভেন স্মিথের উইকেট।

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলমান প্রথম টেস্টে আগে ব্যাট করে ১৮৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে তেমন সুবিধে করতে না পারলেও বোলিংয়ে দুর্দান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৮৩ রানের মধ্যেই সফরকারীদের আটকে দেয় ক্যারিবিয়ানরা।

এই ম্যাচে ক্যারিবিয়ানদের হয়ে অভিষেক হয় গায়ানার বারাকানা নামক গ্রাম থেকে উঠে আসা শামার জোসেফের। অভিষেক ম্যাচে নবম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই স্মিথের উইকেট তুলে নেন জোসেফ। এরপর একে একে মোট ৫ টি উইকেট তুলে নেওয়ার মধ্য দিয়ে প্রথম ক্যারিবিয়ান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে দশম বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট তুলে নেন জোসেফ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে এর আগে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছিলেন মার্লন ব্ল্যাক। ব্রিসবেনে ২০০০ সালে এ কীর্তি গড়েছিলেন এই পেসার।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ের দিনে ব্যাট হাতেও অবদান রেখেছেন জোসেফ। দশম উইকেটে কেমার রোচের সাথে ৫৫ রানের জুটিতে ব্যাট হাতে ৩৬ রান করেন করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জোসেফ।

বছর খানেক আগেও নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন জোসেফ। আর এখন ক্যারিবিয়ানদের হয়ে ইতিহাস তৈরিতে ব্যস্ত এই বোলার।

আরও পড়ুন: দুটি সুপার ওভারের নাটকীয়তায় ইতিহাস গড়া হলো না আফগানদের 

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট