২০২৪ পেরিয়ে নতুন বছরে পা রাখতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট। নতুন বছর শুরুর আগে ২০২৪ সালের ক্রিকেট নিয়ে চলছে পারফরম্যান্স বিশ্লেষণ। বছরজুড়ে ব্যাটে-বলে যারা নজর কেড়েছেন তাদেরকে নিয়ে চলছে নানা আলোচনা। কে কার থেকে সেরা, কে কতটা ভালো খেলেছেন, কোন দল কতটা উন্নতি কিংবা অবনতি করেছে সবকিছু নিয়ে চলছে চুলছেঁরা বিশ্লেষণ। তারই ধারাবাহিকতায় এ বছরের সেরা ক্রিকেটারদের নিয়ে বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ক্রিকইনফো তিন ফরম্যাটেরই বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে। তবে তাদের ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ।
২০২৪ সালে বল হাতে দারুণ সময় পার করেছেন তাসকিন আহমেদ। যদিও এ বছর খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। বছরজুড়ে ওয়ানডেতে তাসকিন খেলেছেন মোট সাতটি ম্যাচ। যেখানে ২৩.৯ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। আর তাতেই সেরাদের কাতারে স্থান করে নিয়েছেন এই তারকা পেসার।
মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেছিলেন তাসকিন। এরপর দীর্ঘ সময় পর নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। এই সিরিজে দুই ম্যাচে শিকার করেন ৫ উইকেট। সবশেষ উইন্ডিজ সিরিজে দুই ম্যাচে একটি উইকেটের দেখান পান এই গতিতারকা।
তাসকিন ছাড়া বাংলাদেশ থেকে অন্য কোনো ক্রিকেটারের জায়গা হয়নি বর্ষসেরা ওয়ানডে একাদশে। তবে সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো ভারত কিংবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারেরও স্থান হয়নি এই একাদশে। এছাড়া দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারেরও জায়গা হয়নি।
আরও পড়ুন:
» চেষ্টা করেও জেতাতে পারেননি শামীম, শুভসূচনা মিরাজদের
» বিপিএলে দেখা গেল ২০২৩ বিশ্বকাপের ‘টাইমড আউট’ স্মৃতি
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে আধিপত্য রেখেছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলঙ্কা থেকে সবচেয়ে বেশি চার জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। আর আফগানিস্তান থেকে দ্বিতীয় সর্বোচ্চ তিন জন ক্রিকেটার স্থান পেয়েছেন। এছাড়া ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ:
পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।
ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৪/বিটি