চলমান জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন এনামুল হক বিজয়। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে গিয়ে শুরুটা ভালো হয়নি বিজয়ের। প্রথম তিন ম্যাচে ১ অঙ্কের ঘর পেরোতে ব্যর্থ হন তিনি। অবশেষে নিজের চতুর্থ ম্যাচে এসে রানের দেখা এই টপ অর্ডার ব্যাটার।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হারারে বোল্টসের মুখোমুখি হয়েছে বুলাওয়ে ব্রেভস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে বুলাওয়ে।
এই ম্যাচে ৩৬৬.৬৭ স্ট্রাইক রেটে ৬ বলে ২২ রান করেছেন বিজয়। যেখানে ১টি চার ও ৩টি ছয়ের মার রয়েছে। এর আগে প্রথম ম্যাচে ১, দ্বিতীয় ম্যাচে ৪ এবং তৃতীয় ম্যাচে ৫ রান করেন বিজয়।
আরও পড়ুন:
» সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ
» ইনজুরির কবলে শাহিন: ইংল্যান্ড সিরিজে তার উপস্থিতি অনিশ্চিত
এদিন এনামুলের ব্যাট থেকে বুলাওয়ের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে । দলীয় সর্বোচ্চ রানটি আসে নিক হবসনের ব্যাট থেকে। ১৭ বলে ৩৫ রান করেন এই অজি ব্যাটার। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৬ বল খেলে মাত্র ২ রান করেছেন এই ওপেনার।
এদিকে এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে খেলছেন সাব্বির রহমান। হারারে বোল্টসের হয়ে খেলছেন তিনি। তবে আজকের ম্যাচে একাদশে সুযোগ হয়নি তার। এর আগে দুই ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থ হন এই ব্যাটার।
প্রথম ম্যাচে ২ বলে ১ এবং দ্বিতীয় ম্যাচে ইম্প্যাক্ট ব্যাটার হিসেবে নেমে ৩ বলে ২ রান করেন সাব্বির। তবে দুর্ভাগ্যজনকভাবে দুটো ম্যাচেই রানআউটের শিকার হয়েছেন এই ক্রিকেটার।
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/বিটি