প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ঘরের মাঠে শোচনীয়ভাবে হারের পর পাকিস্তান দলকে নানা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ক্রিকেটারসহ অনেক সাংবাদিকও মন্তব্য করেছেন দলের সম্পর্কে। এরই প্রেক্ষিতে পাকিস্তান দলের মধ্যে বড় ধরনের রদবদলের আভাস মিলেছে।
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের ১০ উইকেটের হারের পর ম্যাচ সম্পর্কে মুখ খোলেন, সাবেক অধিনায়ক রমিজ রাজা, রশিদ লতিফ ও শহীদ আফ্রিদিরা। তারা এক প্রকার ধুয়ে দিচ্ছেন শান মাসুদ-বাবর আজমদের।
দীর্ঘদিন দলের বাইরে থাকা টপঅর্ডার ব্যাটার আহমেদ শেহজাদ বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট হার অপমানজনক মনে করছেন। ক্রিকেট এনালিস্ট হিসাবে ইউটিউবে রমিজ রাজা দীর্ঘ দিন কনটেন্ট পাবলিশ করেন। পাকিস্তানের হারের পর তিনি নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচের পরিকল্পনাগত ভুল নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন :
» সাকিব পাকিস্তান থেকে দেশে ফিরবেন? যা জানা গেল
» অবসর নিয়ে রহস্যের জট খুললেন ক্রিস্টিয়ানো রোনালদো
তিনি বলেন, ‘এই রোদে স্পিনার ছাড়া খেলতে নেমেছে। আর ফাস্ট বোলিংয়ের যে সুনাম ছিল, তা তো সেই এশিয়া কাপ থেকেই ধ্বংস হওয়া শুরু হয়েছিল। আত্মবিশ্বাসের ঘাটতি আছে। ভারতের বিপক্ষে পেস কন্ডিশনে মার খাওয়ার পর দুনিয়া বুঝে গিয়েছিল, চড়াও হলে এরা পারফর্ম করতে পারে না। এদের গতি কমে গেছে, স্কিলও নেই তেমন।’
পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের গাফিলতির কথা উল্লেখ করে তিনি জানান, ভুল কৌশল তো ছিলই, পাকিস্তানে প্রতিভার আকাল দেখা দিয়েছে বলেও মনে করছেন রমিজ এমনকি বলেন দল নির্বাচনেই সমস্যা ছিল।
সাবেক পিসিবি চেয়ারম্যান অধিনায়ক শান মাসুদের ম্যাচ পরিকল্পনারও সমালোচনা করে বলেন, ‘মাসুদের নিজের ব্যাটিংয়ের উন্নতি দরকার। তাকে দেখাতে হবে, কিছু ক্রিকেট বোধ তার ভেতর রয়েছে। সে অভিজ্ঞ অধিনায়ক। পিএসএল, কাউন্টিতে নেতৃত্ব দিয়েছে। তবে জানি না, এই আগস্ট মাসে কোন ভাবনা থেকে সে চার পেসার নিয়ে খেলতে নামল।’
আরও পড়ুন :
» রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রশংসার আসনে বাংলাদেশ
» সেই ঘটনায় আইসিসি থেকেও দুঃসংবাদ জুটলো সাকিবের (ভিডিও)
টুইটারে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি সমালোচনা করে লেখেন, আমার কাছে মনে হয়, এটা দেশের কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব।
এর সাথে ফেসবুকে সচরাচর পাকিস্তানের সমালোচনা করেন আহমেদ শেহজাদ। এবার নিজের ঘরের মাঠে এমন হারে সব থেকে কড়া সমালোচনা করেন সাবেক এই ওপেনার। তিনি বলেন, ‘পাকিস্তান দলের ঐতিহাসিক পতন শুরু হয়ে গেছে। জাতির কাছে বারবার মিথ্যা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের কাছে অপমানজনক হারের পর আবার সেই বাজে ব্যাপারটি শুরু হয়েছে। এখন কার কাছে উত্তর চাইবে জাতি? পাকিস্তান দলকে এতটা নিচে নামতে জীবনে আগে দেখিনি”।
এদিকে বাংলাদেশের কাছে হারের পর দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আল্লাহ চাইলে আমি পাকিস্তান ক্রিকেটের সমস্যার সমাধান করব। আরও পরিবর্তন আসছে। আমার কথা মনে রাখুন, বিষয়গুলো একই রকম থাকবে না এবং পর্দার আড়ালে অনেক কিছুই হচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর নাকভি বলেছিলেন, আমি আগে ভেবেছিলাম ছোট একটা অস্ত্রোপচার করলে ঠিক হয়ে যাবে। এখন এমন বাজে পারফরম্যান্সের পর এটা পরিষ্কার যে বড় রকমের পরিবর্তন লাগবে। জাতি খুব দ্রুতই পরিবর্তন দেখতে পাবে।
তারা নিজ দেশের সমালোচনা করলেও তারা বাংলাদেশের খেলার ধরণ এবং খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেছেন। পাকিস্তান হেরে যাওয়ার পর গতকাল নাকভি বাংলাদেশ দলকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েলেন। পরে দ্বিতীয় টেস্টেই পাকিস্তান ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/এএস/এজে