এক সময় ক্রিকেট পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ গেল দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটের বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। তবে এবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সুযোগ মিলেছে সরাসরি খেলার। আর নিজেদের প্রথম ম্যাচই জয় দিয়ে রাঙিয়েছে ক্যারিবিয়ানরা।
গতকাল রোববার (২ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আইসিসির সহযোগী দেশকে ৫ উইকেটে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লো স্কোয়ারিং ম্যাচ হলেও খুব সহজে জয় আসেনি স্বাগতিকদের।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে সেসে বাওয়ের অর্ধশতকে ভর করে স্কোরবোর্ডে ১৩৬ রানের সংগ্রহ দাড় করায় পাপুয়া নিউগিনি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ডাক মারেন জনসন চার্লস। তবে এরপর ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরাণের জুটিতে ঘুরে দাঁড়ায় উইন্ডিজ। শেষ দিকে রসটন চেজ ও আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে এক ওভার হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল বলেন, ‘পিএনজির (পাপুয়া নিউগিনি) সহজ প্ল্যান ছিল এবং তারা ভালো ক্রিকেট খেলেছে। তবে আমরা জিতেছি, এই টুর্নামেন্টে দুই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।’ রসটন চেজের অলরাউন্ড পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি।
যেহেতু দলের বেশিরভাগ ক্রিকেটার ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ায়, তাই সব সময় ওয়েস্ট ইন্ডিজের গোটা দল একসঙ্গে পাওয়া মুশকিল হয়ে পড়ে। দলের অবস্থা নিয়ে পাওয়েল বলেন, ‘আমি যখন থেকে অধিনায়কত্ব পেয়েছি দলের ৭০ থেকে ৮০ শতাংশ সদস্যকে একসঙ্গে পেয়েছি।’
জয়ের ম্যাচেও নিজেদের কিছু ভুল ত্রুটি থাকার কথা বলেন তিনি, যা পরবর্তী ম্যাচে শুধরে নেওয়ার প্রত্যাশা করছেন, ‘আমরা নিজেদের ৬০-৭০ শতাংশ দিতে পেরেছি। আমরা তিন ডিপার্টমেন্টে আরো ভালো করতে পারি। আশা করছি দ্বিতীয় ম্যাচে সকল ভুল শুধরে নিতে পারব আমরা।’
আরও পড়ুন: নতুন মাইলফলক স্পর্শ করলেন শরফুদ্দৌলা সৈকত
ক্রিফোস্পোর্টস/২জুন২৪/এফএএস