Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে দুর্দান্ত শুরু, যা বললেন বাংলাদেশের অধিনায়ক

A great start in the World Cup, what the Bangladesh captain said
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ (বৃহস্পতিবার) স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এক দশক পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো জয়ের দেখা পেল বাংলাদেশ। এদিন ম্যাচশেষে মাঠেই কিছুটা আবেগপ্রবণ হতে দেখা যায় অধিনায়ক জ্যোতিকে। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে এ নিয়ে কথা বলেছেন টাইগ্রেস কাপ্তান।

জ্যোতি বলেন, ‘এই জয়টা আমাদের কাছে অনেক বড় অর্জন। আমরা অনেকদিন ধরেই বিশ্বকাপে জয় পাচ্ছিলাম না। অবশেষে আমরা জয়ের দেখা পেয়েছি, যা আমরা সবসময় চেয়ে এসেছি। কারণ আমরা যখনই বিশ্বকাপে ভালো খেলি, এটা দেশের মেয়েদের ক্রিকেটে বড় প্রভাব ফেলে। তাই এই জয়টা আমাদের কাছে অনেক বড়।’

আরও পড়ুন:

» আইপিএলের মালিকানা কিনতে আগ্রহী সৌদি

» স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা 

এবারের বিশ্বকাপটি বাংলাদেশের মাটিতে হওয়ার কথা ছিল। তবে সরকারের পট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত ইস্যুতে টুর্নামেন্টটি আরব আমিরাতে সরিয়ে আনা হয়। তবে এ নিয়ে এখন আর ভাবছেন না জ্যোতিরা। আরব আমিরাতে নিজেদের সেরা ক্রিকেট খেলতে চান তারা।

এ নিয়ে জ্যোতি বলেন, ‘এটা আমাদের জন্য কষ্টের ছিল। আমরা সবসময় জানতাম, দেশের মাটিতে নিজেদের অসংখ্য সমর্থকদের সামনে খেলতে পারবো। তবে আজকেও এখানে আমাদের সমর্থকরা এসেছিল, যা সত্যিই অসাধারণ। একটা পেশাদার দল হিসেবে আমাদের এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো উচিত। এখানে প্রথম জয় পেয়েছি। দেশের সমর্থকেরা নিশ্চয়ই বেশ খুশি হয়েছে।’

১০ বছর ধরে বিশ্বকাপে জয়হীন ছিল বাংলাদেশ। তাই এই বিশ্বকাপের শুরুটাও জয় দিয়ে শুরু করতে চেয়েছিল বাংলাদেশ। একইভাবে পরবর্তী ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান জ্যোতিরা, ‘যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জয় পেলে একটা মোমেন্টাম পাওয়া যায়, যেটা পুরো টুর্নামেন্টে ভালো করতে সাহায্য করে। এখন আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমাদের ফোকাস এখন পরবর্তী ইংল্যান্ড ম্যাচে।’

আজকে ফিল্ডিংটা ঠিকঠাক হয়নি বাংলাদেশের। সেখানে আরও কাজ করতে চান জ্যোতিরা, ‘আমার মনে হয় ফিল্ডিং নিয়ে আরো কাজ করা উচিত। আমরা আজকে বেশ কয়েকটি সুযোগ মিস করেছি। আমি নিজেও দুটো সুযোগ মিস করেছি। আমাদের হাতে সময় রয়েছে, আমরা এ নিয়ে কাজ করবো।’

উল্লেখ্য, এদিন শারজায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে স্কটল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট