জয় দিয়ে নতুন বছর রাঙালো ব্রাজিলের অলিম্পিক দল। লাতিনের ২০২৪ অলিম্পিকের বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়ে নতুন বছর শুরু করলো নেইমার-সিলভাদের উত্তরসূরীরা।
রিয়াল মাদ্রিদের কিনে রাখা ও সদ্য ব্রাজিল জাতীয় দলে অভিষিক্ত হওয়া তারকা এন্ড্রিকের গোলে ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটের মাথায় লিড পায় ব্রাজিল। মাঠে আধিপত্য ধরে রেখে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধেও বলিভিয়ার রক্ষণে একাধিক আক্রমণ চালায় ব্রাজিল। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয় সেলেসাওরা। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৬ অলিম্পিক স্বর্ণজয়ীরা।
ব্রাজিল একের পর এক আক্রমণ চালালেও বলিভিয়া তেমন কোন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি ব্রাজিলকে।
চলতি বছর জুলাইয়ের শেষদিকে পর্দা উঠবে প্যারিস অলিম্পিকের। এর আগে বাছাইয়ের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ১০ টি দেশ ২ গ্রুপে ভাগ হয়ে হয়ে খেলবে এবং দুই গ্রুপ থেকে সেরা ৪ দল খেলবে মূল পর্বে। ৪ দলের খেলা শেষে সেরা দুই দল খেলবে প্যারিস অলিম্পিকে।
এদিকে বাছাইপর্বের শুরুটা সুবিধের হয়নি আর্জেন্টিনার। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা।
আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়িয়ে ড্র করল আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৪/এমটি