গোটা ম্যাচে আধিপত্য ধরে রেখেও শেষ একটা সাফল্যের আক্ষেপে পুড়ছিল আর্জেন্টিনা। কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কানাডাকে হারানোর পর আজ চিলির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির দল। পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে এগিয়ে থাকতে আজ চিলির সঙ্গে ভালো খেলেও শঙ্কা জাগিয়েছিল ম্যাচ ড্র করার। তবে বদলি নামা লাউতারো মার্টিনেজের শেষ সময়ের গোলে পূর্ন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আলবিসিলেস্তেরা।
কোপা আমেরিকা নিজেদের তৃতীয় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে ইস্ট রাশফোর্ডে আজ চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এদিন শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল। নির্ধারিত সময়ের দুই মিনিট পূর্বে আলবিসিলেস্তেদের হয়ে জয়সূচক গোল করেন মার্টিনেজ। এতে করে গ্রুপ সেরা হয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছালো মেসির দল।
ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনার জন্যে কেটেছে বেশ হতাশার। কেননা প্রথম থেকে ম্যাচে আধিপত্য বিস্তার করেও সফলতার দেখা পাচ্ছিল না তারা। একের পর এক সুযোগ ব্যর্থ হয় প্রতিপক্ষের রক্ষণের বাঁধায় অথবা ভাগ্যের নির্মম পরিহাসে। ম্যাচের ৩৭ মিনিটে লিওনেল মেসির নেওয়া দূর পাল্লার একটি শট আটকে যায় গোল পোস্টে বাধা পেয়ে।
প্রথমার্ধে ছিল রক্ষণভাগকে বেশ ব্যস্ত সময় পার করতে হয় আর্জেন্টিনার মুহুর্মুহু আক্রমণে। অপরদিকে অনেকটাই অলস সময় পার করেছেন অর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। তবে শেষ পর্যন্ত প্রথমার্ধে কোন সফলতার দেখা না পেলে গোল শূন্য ব্যবধানেই বিরতিতে যায় দুদল।
ম্যাচের ৮৮ মিনিটে কর্নার থেকে নেয়া হেড চিলির গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বল পেয়ে জালে জড়ান মার্তিনেজ। এরপর আর চিলি সমতায় ফিরতে না পারলে ১-০ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে আর্জেন্টিনা। পরের ম্যাচে আগামী ৩০ জুন পেরুর বিপক্ষে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে আলবিসিলেস্তেরা।
আরও পড়ুন: প্রথম বিশ্বকাপে অংশ নিয়েই রেকর্ডবুকে রিশাদ
ক্রিফোস্পোর্টস/২৬জুন২৪/এফএএস