বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমখি বাংলাদেশ-নেদারল্যান্ডস। টসে জিতে ব্যাটিংয়ে নামা ডাচদের ম্যাচের শুরুতেই চেপে ধরে টাইগার পেসাররা। প্রথম তিন উইকেটই শিকার করে তিন পেসার।
পরিস্থিতি বুঝে যখনই থিতু হওয়ার চেষ্টায় ছিলেন কলিন অ্যাকারম্যান, তখনই সাকিব আল হাসানের শিকারে পরিণত হয়ে সাজ ঘরে ফিরতে হলো তাকে।
আর এই উইকেটের মাধ্যমে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। অ্যাকারম্যানকে আউট করার মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে স্পিনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাকিব আল হাসান। তার পেছনে ৪০ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছে প্রোটিয়া কিংবদন্তি লেগ স্পিনার ইমরান তাহির।
সাকিব অবশ্য এই রেকর্ড গড়তে মোট ইনিংস খেলেছে ৩৪ টি, বিপরীতে ইমরান তাহির খেলেছে ২১ টি। স্পিনারদের মধ্যে তালিকার ১ নম্বরে আছে লংকান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। মাত্র ৩৯ ইনিংসে ৬৮ উইকেট নিয়ে এক প্রকার ধরা-ছোঁয়ার বাইরে এই জীবন্ত কিংবদন্তি।
এর আগেই অবশ্য বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ডারের কৃতিত্ব অর্জন করেন সাকিব। ৫ বিশ্বকাপে ১১৬৮ রান এবং ৩৮ উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে যান তিনি। এমনকি এই তালিকায় সাকিব পেছনে ফেলেছেন ইমরান খান এবং কপিল দেবদের মত কিংবদন্তিদেরও। অলরাউন্ডার হিসেবে সর্বোচ্চ রান এবং উইকেটে সাকিব পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও সনাৎ জয়াসুরিয়াকে।
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে ম্লান সাকিবের বল হাতে এটি সপ্তম উইকেট শিকার। ডাচদের বিরুদ্ধে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
আরও পড়ুন: সাকিবের হঠাৎ ঢাকায় ফেরা কীভাবে দেখছে দল, জানালেন তাসকিন
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৩/এমএস/এসএ