
গোলব্যবধানে এগিয়ে থাকার পর জয়ের জন্য ফুটবল মাঠে সময় নষ্টের প্রবণতা দেখা যায়। কখনো কখনো গোলরক্ষক তো বল ছাড়তেই চান না। তবে এসব থামাতে এবং ফুটবলকে গতিশীল করতে আসছে এক গুচ্ছ নিয়ম। নতুন নিয়ম নিয়ে এসেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।
ফুটবল বিষয়ক সংবাদপত্র মার্কা এক প্রতিবেদনে বদলানো নিয়ম সম্পর্কে বিশদ জানিয়েছে। সেখানে বলা হয়েছে গোলরক্ষকদের বল হাতে রাখার সময় সীমিত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষক যদি ৮ সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখেন, তবে প্রতিপক্ষ দল কর্ণার কিক পাবে।

গোলরক্ষকরা কখনো কখনো সময় বেশিই নষ্ট করে।
২০২৩ সালের ডিসেম্বর থেকেই ‘টাইম-ওয়েস্টিং রুল’ নিয়ে পরীক্ষা চালাচ্ছিল আইএফএবি। এবার সেটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো। নতুন মৌসুম থেকে এই নিয়ম মাঠে দেখা যাবে। এই নিয়ম আগামী ১৪ জুন থেকে কার্যকর হবে।
আরও পড়ুন:
» বড় হোঁচট খেল রিয়াল, হারাল শীর্ষে ওঠার সুযোগ
» ব্রাজিলের জার্সিতে ফের একসঙ্গে দেখা যাবে নেইমার ও অস্কারকে?
আইএফএবি আরও একটি নতুন নিয়ম হলো- মাঠের যেকোনো বিশেষ পরিস্থিতিতে শুধুমাত্র অধিনায়কই রেফারির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অন্য খেলোয়াড়রা সরাসরি রেফারির সঙ্গে কথা বলতে পারবেন না। ফলে বিতর্কের সুযোগ কমবে এবং শৃঙ্খলা বজায় থাকবে।

গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি বল হাতে রাখলেই শাস্তি কর্ণার কিক
তাছাড়া নতুন নিয়ম অনুসারে কোনো কারণে খেলা থেমে গেলে, বল ড্রপিংয়ের সময় সর্বশেষ যে দল বল নিয়ন্ত্রণ করছিলো, তারাই বল পাবে।
আর মাঠের বাইরে থাকা কোনো খেলোয়াড় বা স্টাফ যদি বল স্পর্শ করেন, তবে প্রতিপক্ষ দল একটি ফ্রি-কিক পাবে।

VAR ব্যবহারের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে মাঠেই সেটির ব্যাখ্যা দিতে পারবেন রেফারি
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা (VAR) প্রযুক্তির সমালোচনার পরিপ্রেক্ষিতে আনা হয়েছে নতুন নিয়ম। এখন থেকে VAR ব্যবহারের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে মাঠেই সেটির ব্যাখ্যা দিতে পারবেন রেফারি। যা আগে দিতে বাধ্য থাকতেন না।
ক্রিফোস্পোর্টস/২মার্চ২৫/এজে
