চলতি লা লিগার পয়েন্ট টেবিলে খুব একটা স্বস্তিতে ছিল না বার্সেলোনা। তবে নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচে চার জয় নিয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় কাতালানরা। গেল রাতে ঘরের মাঠে গেটাফেকে ৪-০ গোলে হারিয়ে জিরনাকে টপকে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা।
গতকাল (শনিবার) রাতে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস মাঠে গেটাফের মুখোমুখি হয় বার্সা। ঘরের মাঠে আধিপত্য ধরে রেখে প্রতিপক্ষের জালে এক হালি গোল জড়ায় স্বাগতিকরা। এই ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করেন রাফিনহা, ফ্রেংকি ডি ইয়ং, জোয়াও ফেলিক্স ও ফেরমিন লোপেজ।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা চালায় বার্সেলোনা। ভালো কিছু সুযোগও তৈরি হয় গোলের। ম্যাচের ২০তম মিনিটেই গোল করে স্বাগতিকদের লিড এনে দেন রাফিনহা। জুল কুন্দের বাড়ানো বল নিয়ে একাই এগিয়ে যান তিনি। বক্সের কাছাকাছি এসে দূরের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে এগিয়ে নেন দলকে।
প্রথমার্ধে আরো কিছু দারুন গোলের সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। বিরতি থেকে ফিরেই কাতালানদের রক্ষণে কাপন ধরানোর চেষ্টা চালায় গেটাফে। পোস্টে বাধা না পেলে ৪৮ মিনিটেই সমতায় ফিরতে পারতো সফরকারীরা। তবে এর পাঁচ মিনিট পরেই ফেলিক্সের গোল থেকে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা।
বক্সের মধ্যে সতীর্থের লম্বা করে বাড়িয়ে দেয়া বল পেয়ে যান আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। প্রথম টাচেই বক্সের অপরপ্রান্তে থাকা ফেলিক্সিকে দারুন এক মাইনাস করেন তিনি। কোন ভুল না করে নিখুঁত ফিনিশিংয়ে দলের দ্বিতীয় গোল করেন ফেলিক্স। এরপর ম্যাচের ৬১ তম মিনিটে গেটাফের জালে তৃতীয় গোল জড়ান ফ্রেংকি ডি ইয়ং।
বক্সের মধ্যে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল নিজের দখলে নিয়ে নেন রাফিনহা। সতীর্থকে ফাঁকায় পেয়ে আলতো করে বল বাড়িয়ে দেন তিনি। কোন ভুল না করে জালে বল জড়ান ফ্রেকি ইয়ং। এরপর ম্যাচের যোগ করা সময়ে শেষ গোল করেন ফেরমিন লোপেজ। সতীর্থের শট গোলকিপার রুখে দিলে ফিরতি বল জালে জড়ান তিনি।
এই জয়ে লা লিগায় ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকা দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। যেখানে লম্বা সময় রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিশ্বাস ফেলেছিল জিরোনা। এবার তাদের টপকে গেল কাতালানরা। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে তালিকা শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। তিন নম্বরে থাকা জিরোনার পয়েন্ট ২৫ ম্যাচে ৫৬।
আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেলেন হাসারাঙ্গা
ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৪/এফএএস