![A star is in the making, says Mushfiqur on junior Tamim](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2024/11/A-star-is-in-the-making-says-Mushfiqur-on-junior-Tamim.jpg.webp)
বাংলাদেশের তারকা ক্রিকেটারদের প্রসঙ্গ আসলে তামিম ইকবালের নাম উঠে আসবে। দেশসেরা এই ওপেনার দীর্ঘদিন বাংলাদেশের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন। তবে সময়ের ব্যবধানে আগমন ঘটেছে নতুন তামিমদের। তামিম ইকবাল অনেকদিন ধরে জাতীয় দলের হয়ে না খেললেও, তার জায়গায় খেলছেন আরেকজন তামিম। যিনি হলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম।
তবে এবার বাংলাদেশের ক্রিকেটে আগমন ঘটেছে চলেছে আরেকজন তামিমের। যিনি হলেন অনূর্ধ্ব-১৯ দের অধিনায়ক আজিজুল হক তামিম। সম্প্রতি ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন এই অলরাউন্ডার।
আজিজুলের নেতৃত্বে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছে যুবা টাইগাররা। এ ম্যাচে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজিজুল তামিম।
আরও পড়ুন:
» সৈকতের বিপক্ষে ৮বার রিভিউ নিয়েও ব্যর্থ প্রোটিয়া ও লঙ্কানরা
» ভারতকে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
যুব এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন আজিজুল। তার ১০৩ রানের অনবদ্য ইনিংসে ভর করেই চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল বাংলাদেশ এবং শেষ পর্যন্ত ৪৫ রানের জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
এই ইনিংসের পর বেশ প্রশংসায় ভাসছেন আজিজুল। তার ইনিংসের প্রশংসা করেছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। এমনকি তাকে উঠতি তারকা হিসেবেও আখ্যায়িত করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
শনিবার (৩০ নভেম্বর) মুশফিক তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আজিজুল তামিমের সেঞ্চুরির প্রশংসা করে বলেন, ‘একটি জয়সূচক সেঞ্চুরি করার মধ্যে সবসময়ই একটি বিশেষ অনুভূতি থাকে। মাশাল্লাহ একজন তারকা তৈরির পথে।’
মুশফিক ছাড়াও দেশের অসংখ্য ক্রিকেটপ্রেমীরাও আজিজুলের প্রশংসায় মেতেছেন। তাকে নিয়ে টাইগার সমর্থকদের অনেক প্রত্যাশা রয়েছে। এখন দেখার পালা প্রত্যাশার কতটা পূরণ করতে পারেন এই যুবদলের কাপ্তান।
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)