আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপ এবং ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম লেগের ম্যাচে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল জামাল-তারিকরা। এবার ঘরের মাটিতে সকারুদের আতিথ্য দেবে বাংলাদেশ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ জুন। এই ম্যাচকে সামনে রেখে ৪ জুন বাংলাদেশের মাটিতে পা রাখবে সকারুকা। এরপর একদিন অনুশীলন করবে। পরের দিন ম্যাচ খেলে আর দেরি করবে না সফরকারীরা। সেদিন রাতেই উড়াল দেবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, অস্ট্রেলিয়া দল এসে কোন হোটেলে থাকবে সেটিও আমাদের জানায়নি। অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল এসে পর্যবেক্ষণ করে গেছে। কোনো সমস্যা আছে কিনা তাও বলেনি। তারা শুধু জানিয়েছে ৪ জুন রাতে আসবে এবং ম্যাচ খেলে সেদিন রাতেই ঢাকা ছাড়বে।
গত মার্চে ঘরের মাঠে ফিলিস্তিনকে আতিথ্য দিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে অতিরিক্ত সময়ে গোল হজম করে হৃদয়ভঙ্গ হয়েছিল জামালদের। তবে এবার শক্তিশালী অস্ট্রেলিয়াকে রুখে দিতে চাইবে লাল-সবুজেরা। যদিও কাজটা সহজ হবে না বাংলাদেশের জন্য। কেননা এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলই অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে সকারুরা। অন্যদিকে ম্যাচে ৩ হার ও ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখবেন যেভাবে
ক্রিফোস্পোর্টস/২০মে২৪/বিটি