Connect with us
ক্রিকেট

কোহলির আউট দেখে কিশোরীর মৃত্যু! যা বলছে পরিবার

Virat Kohli
বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

২০২৪ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের জয়ের আনন্দে মাতোয়ারা ছিল গোটা দেশ। কিন্তু এই জয়ের রাতেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ১৪ বছর বয়সী প্রিয়ানশি নামের এক কিশোরীর আকস্মিক মৃত্যু হয়। স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, বিরাট কোহলির আউট দেখে মানসিকভাবে ভেঙে পড়ে তার হার্টঅ্যাটাক হয়।

গত ৯ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়। ভারত জয়লাভ করলেও কোহলির ব্যাট থেকে রান আসেনি। তিনি মাত্র ১ রান করে এলবিডব্লিউ আউট হন। এই আউট দেখে প্রিয়ানশির মানসিক চাপে হার্টঅ্যাটাক হয় বলে গুঞ্জন ছড়ায়।

প্রিয়ানশির বাবা অজয় পান্ডে নিউজ১৮-কে জানান, এই ঘটনার সঙ্গে কোহলির আউটের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘আমি সেই সময় ঘরের বাইরে ছিলাম। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস দেখেই বাজারে চলে যাই। এরপরই বাড়ি থেকে কল পাই, প্রিয়ানশি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন:

» তবে কি শেষ হয়ে যেতে পারে বুমরাহর ক্যারিয়ার?

» প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে পিঙ্ক বল টেস্ট

তিনি আরও যোগ করেন, ‘যখন এই ঘটনা ঘটে, তখন ভারত ভালোই খেলছিল এবং কোহলি তখনও ব্যাট করতে ক্রিজেই আসেননি।’ পরিবার স্পষ্ট করে বলেছে, এটি কোহলির আউটের সঙ্গে সম্পর্কিত নয়।

স্থানীয় কিছু সংবাদমাধ্যম প্রতিবেশীদের বরাতে দাবি করেছিল, কোহলির আউট দেখে প্রিয়ানশি মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু পরিবার এই দাবিকে প্রত্যাখ্যান করেছে।

ফাইনালে ভারতের জয়ের পথে রোহিত শর্মার ৭৬ রান এবং শ্রেয়াস আইয়ারের ৪৮ রান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোহলির আউট নিয়ে আলোচনা হলেও ভারতের ব্যাটিং লাইনআপের শক্তিশালী পারফরম্যান্স টিমকে জয় এনে দেয়।

প্রিয়ানশির মৃত্যু ক্রিকেটপ্রেমীদের মনে বেদনার ছাপ রেখেছে। তবে, পরিবারের বক্তব্য অনুযায়ী, এই ঘটনা কোহলির আউটের সঙ্গে সম্পর্কিত নয়। এখনও এই মর্মান্তিক ঘটনার সঠিক কারণ নিয়ে তদন্ত চলছে।

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট