Connect with us
ফুটবল

ব্যালন ডি’অরের বাকি এক সপ্তাহ, হঠাৎ অন্য সুর মেসিদের কোচের

Crifo Messi
ব্যালন ডি'অরের যোগ্য হিসেবে নিজ দলের মার্টিনেজকেই দেখছেন স্কালোনি।

আগামী ২৮ অক্টোবর ঘোষণা হবে এবারের ব্যালন ডি’অর এর বিজয়ী নাম। গত ফুটবল মৌসুমের সেরা ফুটবলার মাথায় উঠবে মর্যাদাপূর্ণ এই মুকুট। কিন্তু এক সপ্তাহ আগেই বির্তকের কেন্দ্রবিন্দুতে ব্যালন ডি অর এর ঘোষণা।

ফ্রেন্স ফুটবল ম্যাগাজিন এবং উয়েফার যৌথ উদ্যোগে ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে দেয়া হবে ব্যালন ডি’অর। যেখানে ৩০ জনের তালিকা প্রকাশ করা হলেও, বার বার উঠে আসছে তিনটি নাম। তারা হলেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ব্রাজিলেন ভিনিসিয়ুস জুনিয়র ও ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম এবং ম্যানচেষ্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

কিন্তু রেকর্ড ৮বার এবং সর্বশেষ গতবার ব্যালন ডি’আর জয়ী লিওনেল মেসি এবং আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনির মতে এবার এই ট্রফি জয়ে মূল দাবিদার লাওতারো মার্টিনেজ। কারন হিসেবে তারা উল্লেখ করেছেন, মার্টিনেজ এবার সিরি আ’তে টপ স্কোরার হয়ে ইন্টার মিলানকে শিরোপা উপহার দিয়েছেন এবং ফাইনালে গোল করে দেশকে কোপা জিতেয়েছেন এবং এই আসরেও টপ স্কোরার হয়েছেন।

আরও পড়ুন:

» সাকিব না থাকায় স্বস্তির কথা বললেন প্রোটিয়া অধিনায়ক

» ম্যাচ হারের পর-ই স্বস্তি মিললো ভারতের

তবে ইউরোপের অধিকাংশ ফুটবল বোদ্ধার দৃষ্টিতে রিয়াল মাদ্রিদ’কে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ব্যালন ডি’অর এর মূল দাবীদার ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু স্পেনের এসি মিলান স্ট্রাইকার আলভারো মোরাতার দৃষ্টিতে ভিনিসিয়ুস নন; রদ্রি ও রিয়াল মাদ্রিদের দানি কার্ভাহাল এই লড়াইয়ে এগিয়ে আছেন।

এদিকে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মনে করছেন, রিয়ালের তিন তারকা ভিনিসিয়ুস, জ্যুড বেলিংহ্যাম ও দানি কারভাহালের মধ্যে সেরার লড়াইয়ে জয়ী হবেন ভিনিসিয়ুস।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল