চার-ছক্কা আর উইকেটের ঝড় শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশের। আশা-প্রত্যাশার মধ্যে হতাশার শঙ্কা যখন উঁকি দিচ্ছে তখন বাংলাদেশ পেসার ও সহঅধিনায়ক তাসকিন আহমেদ একটু সাহস দেখিয়েছেন। বলেছেন, বিশ্বকাপের শুরুতে একটি জয় পেলেই বদলে যেতে পারে সব চিত্র।
বিশ্বকাপ শুরুর আগে শেষ হয়েছে রানোৎসবের আইপিএল। কিন্তু যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলোতে তেমন রান আসেনি। বরং বোলাররাই দাপট দেখাচ্ছে। তাই তাসকিন সাহস দেখিয়ে বলেছেন, দলের ব্যাটাররা মোটামুটি রান এনে দিলেই ভালো কিছু করা সম্ভব বাংলাদেশের।
গতকাল মঙ্গলবার ডালাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ পেসার বলেন, দলের জয়-পরাজয় নিয়ে কথা বলা আসলে কঠিন। প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো-মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি, কীভাবে খেলতে হবে। আশা করি, এগুলো সামনের ম্যাচগুলোয় সাহায্য করবে।
এবার আসরে গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে। ওই সব স্টেডিয়ামগুলো নিয়ে তাসকিন জানান, নিউইয়র্কের উইকেট একটু লো স্কোরিং। ডালাসের উইকেট ভিন্ন হতে পারে। কন্ডিশন ও পরিস্থিতি অনুযায়ী মানিয়ে খেলতে হবে। লো স্কোরিং হোক কিংবা হাই স্কোরিং, পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ওই দিন ভালো কিছু হবে। যদি আমরা মোটামুটি রান করতে পারি, আমাদের পক্ষে ভালো কিছু সম্ভব।
এবার শুধু পেস লাইন নয়, দলের বাড়তি দায়িত্ব হিসেবে সহ-অধিনায়কের ভূমিকায়ও দেখা যাবে তাসকিনকে। কিভাবে তিনি সামলাবেন এটা, জানিয়েছেন সেটাও। এসব নিয়ে তাসকিন বলেন, ধরুন আপনি একটা পরিকল্পনা দিলেন, আমি বাস্তবায়ন করতে পারলাম না, তাতে বিষয়টি ব্যর্থ হয়ে গেল। অধিনায়ক-সহ-অধিনায়ক, কোচ, যে–ই থাকুক, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই (সেই) সিদ্ধান্ত ভালো হয়। আশা করি ভালো কিছুই হবে। দোয়া করবেন যেন প্রথম ম্যাচে আমরা ভালো করতে পারি।
কেমন হলো দলের প্রস্তুতি? কোন পরিকল্পনায় এগোবে বাংলাদেশ এমন প্রশ্নে তাসকিন বলেন একটা জয়ই সব বদলে দিতে পারে। শুধু আমরা নই, সব দলই আবহাওয়ার কারণে বেশি অনুশীলনের সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল, সুযোগ-সুবিধা তুলনামূলক কম, যেহেতু যুক্তরাষ্ট্রে নতুন ক্রিকেট হচ্ছে। এটা ঠিক, হেরে মানসিকভাবে একটু ডাউন ছিলাম। আমরা আমাদের উন্নতি করতে কাজ করে যাচ্ছি। জিতলেই সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।
এদিকে বিশ্বকাপে এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশের। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। এছাড়াও গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের মুখোমুখি হবে শান্তবাহিনী।
আরও পড়ুন:
আল্লাহর কাছেই সব সময় আমি সবকিছু বলি: মাহমুদউল্লাহ
রিয়ালে ৯ নম্বর জার্সি পেতে যাচ্ছেন এমবাপ্পে
ক্রিফোস্পোর্টস/৫জুন২৪/এজে