আগামী ২৮ অক্টোবর প্যারিসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর তা নিয়ে অনেকদিন ধরেই বেশ আলোচনা চলছে।
এবারের ব্যালন ডি’অর জয়ে এগিয়ে থাকা ফুটবলারদের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র, ম্যানচেস্টার সিটি স্প্যানিশ তারকা রদ্রি, রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম, ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজরা।
তবের এদের মধ্য থেকে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ভিনিসিয়ুসের নাম। সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা দাবি করেছে, ভিনিসিয়ুসের হাতেই উঠতে যাচ্ছে এবারের ব্যালন ডি’অর। এছাড়া লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিসহ অনেকেই ভিনির দিকে ইঙ্গিত করেছেন। আবার স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তের মতে এবার ব্যালন ডি’অর জিতবেন রদ্রি।
আরও পড়ুন:
» সাকিবের দেশে ফেরার সময় জানা গেল
» সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন এডারসন
এবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন ব্যালন ডি’অরের যোগ্য প্রার্থীর নাম। তার মতে এবারের ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার তার শিষ্য লাউতারো মার্টিনেজ।
স্কালোনি বলেন, ‘লাউতারো দারুণ একটি বছর কাটিয়েছে। কোপার ফাইনালে গোল করেছে। কোপার সর্বোচ্চ স্কোরারও ছিল সে। অন্য যে কারও তুলনায় সে এটার বেশি যোগ্য। আশা করি, এবার সে জিতবে।’
গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছে লাউতারো। ইন্টার মিলালের লিগ শিরোপা জয়ে অনেক অবদান ছিল তার। জাতীয় দলের হয়েও দারুণ ছিলেন এই স্ট্রাইকার। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে গত মৌসুমে ৩৫ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন এই বিশ্বকাপজয়ী তারকা।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৪/বিটি