
অবশেষে আবারো ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। তিন বছরেরও বেশি সময় পর পুনরায় বাইশ গজে দেখা যাবে এই সাবেক প্রোটিয়া অধিনায়ককে। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসর দিয়ে মাঠের খেলায় ফিরছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।
আজ (মঙ্গলবার) এক ভিডিওতে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন ডি ভিলিয়ার্স। আসন্ন লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে ‘গেম চেঞ্জার সাউথ আফ্রিকা’র অধিনায়কত্ব করবেন এই প্রোটিয়া কিংবদন্তি।
ডি ভিলিয়ার্স বলেন, ‘চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। কারণ আমি আর খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। এর মাঝে বেশ সময় অতিবাহিত হয়েছে এবং আমার ছেলেরাও খেলা শুরু করেছে। আমরা বাগানে অনেক খেলেছি এবং সেখানে অনুভব করেছি যে কিছু শিখা আবারও জ্বলে ওঠার পর্যায়ে আছে। এজন্যই আমি জিম এবং নেটে গিয়ে অনুশীলন শুরু করেছি এবং জুলাইয়ে আমি ডব্লিউসিএল খেলার জন্য প্রস্তুত থাকবো।’
আরও পড়ুন:
» বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশের মেয়েরা
» হামজাকে দলে ভিড়িয়ে লাল-সবুজে মেতেছে শেফিল্ড
সাধারণত অবসরপ্রাপ্ত ক্রিকেটার এবং বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গত বছর প্রথমবারের মতো মাঠে গড়ায় বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল মোট ৬টি দল। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। চলতি বছরের জুলাইয়ে মাঠে গড়াবে ডব্লিউসিএলের দ্বিতীয় আসর।
প্রথম আসরে দক্ষিণ আফিকার হয়ে জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেল স্টেইন এবং ইমরান তাহিরের মতো কিংবদন্তিরা খেলেছিলেন। এবার ডি ভিলিয়ার্সের অধীনে আরো শক্তিশালী দল গড়তে পারবে প্রোটিয়ারা।
প্রসঙ্গত, ২০১৮ সালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ডি ভিলিয়ার্স। এরপর ২০২১ সালের নভেম্বরে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি। তবে দীর্ঘদিন পর এই কিংবদন্তির ক্রিকেটে ফেরার খবরে বেশ উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।
ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৫/বিটি
